Ponting On Suryakumar: অফফর্ম অব্য়াহত, সূর্যকুমার যাদবকে নিয়ে কী বললেন পন্টিং?
IPL 2023: আইপিএলেও এখনও পর্যন্ত সূর্যকুমার যাদবের ব্য়াট কথা বলেনি। এই পরিস্থিতিতে এবার এই ডানহাতি ভারতীয় ব্য়াটারের পাশে দাঁড়ালেন রিকি পন্টিং।
মুম্বই: জাতীয় দলের জার্সিতে অভিষেকেই নজর কেড়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বর ব্য়াটার। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁর ব্য়াটে রান নেই। অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে টানা শূন্য রানের তিনবার আউট হয়েছেন। আইপিএলেও এখনও পর্যন্ত সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্য়াট কথা বলেনি। এই পরিস্থিতিতে এবার এই ডানহাতি ভারতীয় ব্য়াটারের পাশে দাঁড়ালেন রিকি পন্টিং।
চলতি বছরের শেষে দেশের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। তার আগে চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নেমেছিল ভারত। কিন্তু সেই সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয়ে তাঁদের। এমনকী ভারতের মিডল অর্ডারের ব্য়র্থতা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করে। সেই প্রশ্ন সবচেয়ে বেশি উঠেছিল সূর্যকুমারকে নিয়েই। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার ওয়ান ডে ক্রিকেটে অর্ধশতরান হাঁকিয়েছেন সূর্য। এখনও পর্যন্ত ১৭২ রান করেছেন তিনি ওয়ান আন্তর্জাতিক ফর্ম্যাটে। তিনবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক বলেন, ''অবশ্যই, সবাই নিজেদের কেরিয়ারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়।''
পন্টিং আরও বলেন, ''আমি এর আগে কখনও মনে পড়ছে না যে দেখেছি একজন ব্যাটার একটি সিরিজের পরপর তিন ম্যাচে শূন্য রানে ফিরেছেন। কিন্তু দিনের শেষে আমাদের সবারই এমনটা হতে পারে। এখানে চাপ নেওয়ার কোনও মানে হয় না। প্রত্যেকেই এই ফেজ কাটিয়েছে।''
ওয়াংখেড়েতে মেমোরিয়াল
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের (World Cup 2011) ফাইনালে নুয়ান কুলশেখরার বলে মহেন্দ্র সিংহ ধোনির ছক্কা হাঁকিয়ে ভারতকে কাপ জেতানোর ঘটনা, আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন। সেই ছক্কাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ছক্কাটি স্ট্যান্ডে যেখানে গিয়ে পড়েছিল সেখানে একটি স্মারক তৈরির করার কথা আগেই জানানো হয়েছিল মুম্বই ক্রিকেট সংস্থার তরফে। ধোনির হাত দিয়েই সেই মেমোরিয়াল উদ্বোধন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। সেই মতোই আজ ফিতে কেটে ধোনি ওই স্মারকের উদ্বোধন করলেন।
ধোনি ওই মেমোরিয়ালের উদ্বোধন করার পর তাঁর বিশ্বকাপ ফাইনালে ছক্কা হাঁকানোর মুহূর্তের একটি বিরাট ছবিও তাঁকে উপহারস্বরূপ দেওয়া হয়। এছাড়া মুম্বই সংস্থার তরফে একটি ছোট্ট ট্রফিও দেওয়া হয় তাঁকে। ধোনিকে গোটা অনুষ্ঠানটি হাসিমুখে চুটিয়ে উপভোগ করতে দেখা যায়। অনুষ্ঠান শেষে অনুরাগীদের ছবি, সেলফির আবদারও মেটান ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক।