Ireland Cricket: আফগানিস্তানকে হারিয়ে প্রথমবার টেস্টে জয়, রেকর্ড গড়ে টেক্কা ভারত, নিউজিল্যান্ড, প্রোটিয়াদের
ICC Record: ভারত তাদের প্রথম টেস্ট ম্য়াচ খেলেছিল ১৯৩২ সালে। লর্ডসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে মুখােমুখি হয়েছিল সেই ম্য়াচে ভারত। কিন্তু সেই ম্য়াচে হারতে হয় তাদের।
আবুধাবি: ২০১৮ সাল থেকে টেস্ট খেলিয়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল তারা। কিন্তু প্রথম জয় এল ২০২৪ সালে। আফগানিস্তানের বিরুদ্ধে গতকাল ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় আয়ারল্যান্ড (Ireland vs Afganistan)। প্রথম টেস্ট জয় এটি আইরিশদের। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই তারা টেক্কা দিল ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত প্রথমসারির ক্রিকেট দলগুলোকে।
২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৬টি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। এই প্রথম জয় ছিনিয়ে নিল তারা। ভারত তাদের প্রথম টেস্ট ম্য়াচ খেলেছিল ১৯৩২ সালে। লর্ডসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে মুখােমুখি হয়েছিল সেই ম্য়াচে ভারত। কিন্তু সেই ম্য়াচে হারতে হয় তাদের। এমনকী প্রথম ২৫টি ম্য়াচে কোনও জয় পায়নি ভারত। লাল বলের ফর্ম্য়াটে ভারত প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল ২৬ তম ম্য়াচে।
প্রথমবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তোলা নিউজিল্যান্ড তাঁদের প্রথম টেস্ট জিততে সময় নিয়েছিল ৪৫ ম্য়াচ। সেখানে দক্ষিণ আফ্রিকা ১২টি টেস্ট খেলার পর প্রথমবার এই ফর্ম্য়াটে জয় ছিনিয়ে নেয়।
অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ১৮৭৭ সালে। সেই ম্য়াচে ৪৫ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্যাঙ্গারু বাহিনী। সেই সিরিজের দ্বিতীয় টেস্টেই ইংল্যান্ডও জয় ছিনিয়ে নিয়েছিল পাল্টা। ১৯৫২ সালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে দিল্লিতে তাঁদের টেস্টে অভিযান শুরু করে। সেই ম্য়াচে ইনিংস ও ৭০ রানে জয় ছিনিয়ে নেয় লালা অমরনাথের ভারত। কিন্তু পরের টেস্টে ভারতকে ইনিংস ও ৪৩ রানে হারিয়ে দেয় আব্দুল কাদেরের পাকিস্তান দল। অর্থাৎ দ্বিতীয় ম্য়াচেই জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।
আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্য়াচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিল আইরিশ শিবির। প্রথম ইনিংসে ১৫৫ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ৫৫ রানের ইনিংস খেলেন। কারিম জানাত ৪১ রান করেন। আয়ারল্যান্ডের মার্ক অডায়ের একাই ৫ উইকেট নেন। আয়ারল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬২ রান বোর্ডে তুলে নেয়। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা ২১৮ রানে এবার অল আউট হয়ে যায়। এই ইনিংসেও ৩ উইকেট নেন মার্ক। মাত্র ১১১ রানের লক্ষ্যমাত্রা ছিল আয়ারল্যান্ডের সামনে। যা ৪ উইকেট হারিয়ে অনায়াসেই তুলে নেয় আইরিশরা। ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যান্ড্রু। ম্য়াচের সেরা হন মার্ক অডায়ের।