(Source: ECI/ABP News/ABP Majha)
ISL 2020-21 Final: মুম্বইয়ের বিরুদ্ধে লিগের দু’টি ম্যাচেই হার, ফাইনালে বদলা নিতে পারবে এটিকে মোহনবাগান?
Indian Super League 2020-21 Final, ATK Mohun Bagan vs Mumbai City FC: ফাইনালে কোনওবার হারেনি অ্যান্টনিও লোপেজ হাবাসের দল। ফলে এবারও ট্রফি জয়ের বিষয়ে আশাবাদী তিনি।
ফতোরদা: তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে এবারের আইএসএল-এ এটিকে মোহনবাগান হিসেবে খেলছে। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে আইএসএল-এর ইতিহাসে সফলতম কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসের দল। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংহ, প্রবীর দাস, অরিন্দম ভট্টাচার্যরা দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে ফাইনালের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি-ও দারুণ শক্তিশালী দল। এবারের আইএসএল-এ লিগ পর্যায়ের দু’টি ম্যাচেই এটিকে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে মুম্বই। ফাইনালে কি বদলা নিতে পারবে সবুজ-মেরুন ব্রিগেড? পরিসংখ্যান কিন্তু হাবাসের পক্ষে। তাঁর দল কোনওবার আইএসএল-এর ফাইনালে হারেনি। ফলে এবারও কলকাতায় আসতে পারে ট্রফি।
গতকাল সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-কে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। বিজয়ী দলের পক্ষে গোল করেন ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংহ। নর্থ ইস্টের পক্ষে একটি গোল দেন ভিপি সুহের। শেষদিকে পেনাল্টি নষ্ট করেন লুইস মাচাদো। ফলে সমতা ফেরাতে পারেনি খালিদের দল। সেমি-ফাইনালের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগ জিতে ফাইনালে চলে যায় এটিকে মোহনবাগান।
অন্য সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে গোয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছে মুম্বই। প্রথম লেগ ২-২ ড্র থাকার পর দ্বিতীয় লেগেও দুর্দান্ত লড়াই হয়। তবে শেষপর্যন্ত ফল যায় মুম্বইয়ের পক্ষে। কোচ সের্জিও লোবেরা তাঁর দলের ফুটবলারদের প্রশংসা করে বলেছেন, তাঁরা যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছেন। প্রথমবার ফাইনালে উঠেই ট্রফি জিততে পারবেন বলে আশাবাদী মুম্বইয়ের কোচ।