ATK MB Records: তিন কাঠির নীচে দুর্ভেদ্য়, অমরিন্দরের কীর্তি দেখে উচ্ছ্বসিত সবুজ-মেরুন শিবির
ISL News: চলতি আইএসএলে (ISL) নতুন নজির গড়ে ফেললেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) গোলরক্ষক অমরিন্দর সিংহ।
কলকাতা: চলতি আইএসএলে (ISL) নতুন নজির গড়ে ফেললেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) গোলরক্ষক অমরিন্দর সিংহ।
চলতি টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল বাঁচিয়েছেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অমরিন্দর সিং। তিনি লিগ পর্বে ৫৫টি সেভ করেছেন। এই তালিকায় দু’নম্বরে হায়দরাবাদ এফসি-র লক্ষ্মীকান্ত কাট্টিমণি (৪৮)।
ফিনল্যান্ডের ইউরো দলের সদস্য জনি কাউকো দলের সবচেয়ে বেশি গোলে সহায়তা করেছেন। তিনি মোট ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন। সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় তিনি আপাতত রয়েছেন পাঁচ নম্বরে। সবচেয়ে বেশি সহায়তা করেছেন জামশেদপুর এফসি-র গ্রেগ স্টুয়ার্ট। সর্বোচ্চ সহায়তার তালিকায় প্রথম দশে রয়েছেন এটিকে মোহনবাগানের তিনজন, কাউকো, হুগো বুমৌস (৫) ও রয় কৃষ্ণ (৪)। গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে সবার ওপরে রয়েছেন লিস্টন কোলাসো, যিনি লিগ পর্বে ৭৩ বার গোলের চেষ্টা করেছেন। গোলে সর্বোচ্চ শটের দিক থেকে লিস্টন (২৮) রয়েছেন দু’নম্বরে, কেরালা ব্লাস্টার্সের আলভারো ভাসকেজের (৩০) পরেই।
আইএসএলে (ISL) অভিষেকের পর টানা দ্বিতীয় বছর সেমিফাইনালে উঠল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এর আগে কলকাতার এটিকে এফসি-ও তাদের প্রথম দুই মরসুমেই সেরা চারে ছিল। সেই ধারা বজায় রাখল এটিকে মোহনবাগানও।
এ বছর টানা ১৫টি ম্যাচে অপরাজিত ছিল তারা। কিন্তু লিগ পর্বের শেষ ম্যাচে তাদের সেই ধারাবাহিকতা ব্যহত হয়। তবে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার নজির যুগ্ম ভাবে তারা গড়েছে। এর আগে এফসি গোয়া টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকে এই রেকর্ড গড়েছিল, যা ছুঁল এটিকে মোহনবাগান। এফসি গোয়া যখন এই রেকর্ড গড়ে, তখনও (২০২০-২১) তাদের কোচ ছিলেন যিনি, সেই স্পেনের হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণেই এই নজির ছুঁয়ে ফেলল সবুজ-মেরুন শিবির।
চলতি মরসুমে তারা মাত্র তিনটি ম্যাচে হেরেছে। গত মরসুমে তারা চারটি ম্যাচে হার মেনেছিল। এ বার সবচেয়ে কম হারের সেই নজির ভেঙে যুগ্মভাবে নতুন নজির গড়ল তারা। জামশেদপুরও তিনটি ম্যাচই হেরেছে। আর হারার জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে তারা এ বার ১২ পয়েন্ট অর্জন করেছে, যা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে সমান।