ISL News: ইউরো কাপে নজরকাড়া মিডফিল্ডারকে সই করিয়ে চমক এটিকে মোহনবাগানের
এবারের ইউরো কাপের তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন জনি।
কলকাতা: চলতি ইউরো কাপে সাড়া জাগানো ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোকে সই করিয়ে বড়সড় চমক দিল এটিকে মোহনবাগান। ইউরো কাপে খেলা ফুটবলার নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল সবুজ-মেরুন শিবির। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা ঘোষণা করেছে গত মরসুমের আইএসএলের রানার্স আপ দল। এটিকে মোহনবাগান দলের তরফে জানানো হয়েছে, আপাতত দুই বছরের চুক্তিতে সই করেছেন কাউকো।
এর আগে গত তিন বছর ধরে ডেনমার্কের এসবার্গ ক্লাবে খেলতেন তিনি। বেশ কিছু গোলও রয়েছে তাঁর। এবারের ইউরো কাপের তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন জনি।
বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের তরফে একটি ভিডিও পোস্টে করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে জনি কাউকোর নানা সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছে। এফসি ইন্টার টুরকুর হয়ে ২০০৮ সালের স্প্যানিশ লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ওই মিডফিল্ডার। ২০০৯ সালে একই দলের হয়ে ফিনিশ কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন কাউকো। ২০১২ সালে ফিনল্যান্ড জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়া এই ফুটবলার ২০১৩ সালে এফসি লাথির হয়ে স্প্যানিশ লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন। জাতীয় দলের হয়ে ২৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। ফিনল্যান্ড চলতি ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠতে না পারলেও কাউকোর পারফরম্যান্স প্রশংসিত হয়।
এর আগে ইউরো কাপের মতো এত বড় মাপের প্রতিযোগিতা শেষ করার তিন দিনের মধ্যে কোনও ফুটবলার আইএসএলের কোনও ক্লাবে সই করেননি। যাঁরা আইএসএলে খেলেছেন, সকলেই জাতীয় দলের হয়ে হয়তো অনেকদিন আগে শেষবার খেলেছেন, অথবা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। সেদিক থেকে কাউকোর অন্তর্ভুক্তি বেশ বড় চমক মনে করা হচ্ছে।
কাউকো খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। চলতি ইউরো কাপে এই পজিশনেই খেলেছেন। তবে প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন ৩০ বছর বয়সী কাউকো।
গত মরসুমের দলে খুব বেশি পরিবর্তন ঘটাতে চাইছে না এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত কোচ আন্তোনিও লোপেজ হাবাসের পরামর্শ মতো রয় কৃষ্ণ এবং তিরিকে দলে রেখে দিতে সক্ষম হয়েছে সবুজ-মেরুন।