ISL: নতুন বছরে নতুন চ্যালেঞ্জ, নর্থইস্ট ইউনাইটেডে যোগ দিলেন হীরা মণ্ডল
Hira Mondal: হীরা ডুরান্ড কাপে বেঙ্গালুরুর হয়ে চারটি ম্যাচও খেলেন এবং খেতাবও জেতেন বটে। তবে চলতি আইএসএল মরসুমে তিনি বেঙ্গালুরুর কোনও ম্যাচ ডে স্কোয়াডেই সুযোগ পাননি।
গুয়াহাটি: গত মরসুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্সে গোটা আইএসএলে (ISL 2022-23) আলোড়ন সৃষ্টি করেছিলেন হীরা মণ্ডল (Hira Mondal)। তারপর চোট আঘাতে ভুগতে হয়েছে তাঁকে। এবার নিজের পুরনো ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যেই নতুন বছরে নতুন দলে যোগ দিলেন বাংলার তারকা ডিফেন্ডার। নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United) হয়ে সই করলেন হীরা করলেন।
নতুন বছরে নতুন দল
হীরা এই মরসুম শুরুর আগেই বেঙ্গালুরু এফসিতে সই করেছিলেন বটে। হীরা ডুরান্ড কাপে বেঙ্গালুরুর হয়ে চারটি ম্যাচও খেলেন এবং খেতাবও জেতেন বটে। তবে চলতি আইএসএল মরসুমে তিনি বেঙ্গালুরুর কোনও ম্যাচ ডে স্কোয়াডেই সুযোগ পাননি। এরপরেই নভেম্বর মাসে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে তাঁর চুক্তি বাতিল করা হয়। তখন থেকেই বেশ মাসখানেক কোনও দল ছাড়াই ছিলেন হীরা। এবার নতুন বছরে ২৬ বছর বয়সি ডিফেন্ডারকে হাইল্যান্ডার্সদের হয়ে খেলতে দেখা যাবে। তবে লেফট ব্যাকে খেলতে স্বাচ্ছন্দ্য হীরাকে কিন্তু প্রথম একাদশে জায়গা পেতে হলে তোন্দবা সিংহ ও গুরজিন্দর কুমারের সঙ্গে লড়াই করতে হবে।
A gem of a defender 💎
— NorthEast United FC (@NEUtdFC) January 3, 2023
𝐇𝐢𝐫𝐚 𝐌𝐨𝐧𝐝𝐚𝐥 is now a Highlander! ❤️🤍🖤
Welcome, 𝐇𝐢𝐫𝐚! 🫶#WelcomeHira #NEUFC #StrongerAsOne #8States1United pic.twitter.com/hg9fgEx409
দুর্বলতম রক্ষণ
বর্তমানে লিগ তালিকায় সবার শেষে রয়েছে নর্থইস্ট। এই মরসুমে ইতিমধ্যেই ৩৩টি গোল হজম করতে হয়েছে নর্থইস্টকে। লিগের আর কোনও দলকে এতগুলি গোল হজম করতে হয়নি। নর্থইস্টের পক্ষে নক আউটে কোয়ালিফাই করাটাও কার্যত অসম্ভব। এমন অবস্থায় হীরার সামনে যে এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে. তা বলাই বাহুল্য। মরসুমের আর আটটি ম্যাচ বাকি। নর্থইস্ট এই বাকি ম্যাচগুলিতে যতটা সম্ভব পয়েন্ট নিয়ে লিগের ওপরের দিকে শেষ করতে চাইবে।
'গার্ড অফ অনার'
স্বপ্নের বিশ্বজয়ের পর এতদিন পর্যন্ত নিজের দেশ আর্জেন্তিনাতেই ছুটি কাটাচ্ছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে নতুন বছরেই ছুটি শেষে ক্লাব প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে খেলতে ফ্রান্সে ফিরলেন মেসি। আজ, বুধবারই (৪ জানুয়ারি) অনুশীলনেও নেমে পড়লেন 'এলএম১০'। মেসির ক্লাব পিএসজির তরফে মেসির আগমনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
ক্লাবের অনুলীলন মাঠে ফেরার পরেই মেসিকে সকলে মিলে 'গার্ড অফ অনার' দেন। সেখানে কিলিয়ান এমবাপের ভাই ইথান এমবাপেকেও উপস্থিত থাকতে দেখা যায়। মেসির দীর্ঘদিনের বন্ধু নেমারও মেসির আগমনের পর তাঁকে শুভেচ্ছা জানান। অবশ্য কিলিয়ান এমবাপ ও মেসির কোনও ছবি বা ভিডিও এখনও ফ্রেমবন্দি হয়নি।
আরও পড়ুন: 'ইউরোপে কাজ শেষ', আল নাসরে যোগ দিয়েই স্পষ্ট জানিয়ে দিলেন রোনাল্ডো