ATKMB vs Chennaiyin FC: কৃষ্ণর গোলে আইএসএলের শেষ চারে মোহনবাগান
ISL News: দীর্ঘদিন পরে পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলকে কাঙ্খিত জায়গায় পৌঁছে দিলেন রয় কৃষ্ণ। তাঁরই গোলে এ বারের আইএসএলে (ISL) সেমিফাইনালে জায়গা পাকা করে নিল গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান (ATKMB)।
পানাজি: দীর্ঘদিন পরে পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলকে কাঙ্খিত জায়গায় পৌঁছে দিলেন রয় কৃষ্ণ। তাঁরই গোলে এ বারের আইএসএলে (ISL) সেমিফাইনালে জায়গা পাকা করে নিল গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান (ATKMB)। বৃহস্পতিবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-কে হারায় তারা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল।
টানা ১৫ ম্যাচে অপরাজিত দল। আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও ফেভারিট এটিকে মোহনবাগান। বৃহস্পতিবারের ম্যাচের শেষে মোহনবাগান উনিশ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে উঠে এল দুই নম্বরে। পয়েন্টের বিচারে ধরে ফেলল এক নম্বরে থাকা জামশেদপুর এফ সি-কে। তবে জামশেদপুর ৩৭ পয়েন্ট তুলেছে একটা ম্যাচ কম খেলে। শুক্রবার তারা খেলবে ওড়িশা এফ সি-র সঙ্গে। আর দু দলের শেষ ম্যাচ সোমবার। এদিনের ম্যাচের শেষে মোহনবাগান সেমিফাইনালে চলে গেল।
চোট কাটিয়ে দীর্ঘ ব্রেকের পর মাঠে ফিরেছিলেন। কিন্তু গোলের ছন্দে ফিরতে পারছিলেন না। বৃহস্পতিবার গোলে ফিরলেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে রয় কৃষ্ণর করা গোলে চেন্নায়িনকে হারাল মোহনবাগান। আইএসএলে প্লে-অফের টিকিট পাকা। নক আউট পর্বে তাঁকে পাবে না সবুজ মেরুন। তবে দলের সঙ্গ ছাড়ার আগে মোহনবাগানের শিল্ড জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন রয় কৃষ্ণ। মনবীর সিং, লিস্টনরা আজ গোলের দরজা খুলতে পারেননি। স্বপ্ন বাঁচল কৃষ্ণর গোলে। প্রথমার্ধে আগাগোড়া প্রাধান্য রেখে খেলে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটে চেন্নাইয়ের দল। বলের দখল নিজেদের পায়ে রেখে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিলেন জবি জাস্টিনরা। প্রতিপক্ষের পাল্টা আক্রমণে কিছুটা চাপে পড়েছিল মোহনবাগান। কিন্তু তিরি-সন্দেশদের ডিফেন্স গোল হজম করেনি।
সেমিফাইনালে জায়গা পাকা করলেও লিগ টেবলের শীর্ষে ওঠার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এখনও বাকি এটিকে মোহনবাগানের। লিগ শিল্ড জিতে আগামী মরসুমের এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে কলকাতার দলকে শেষ ম্যাচে জিততেই হবে। আপাতত লিগ শীর্ষে থাকা জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ সোমবার। তার আগে শুক্রবার জামশেদপুর খেলবে ওড়িশা এফসি-র বিরুদ্ধে। এই ম্যাচে ইস্পাতনগরীর দল জিতলে শেষ ম্যাচে এটিকে মোহনবাগানকে লিগ শিল্ড জেতার জন্য অন্তত দু’গোলে জিততেই হবে।
মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ ছিল শীর্ষ স্থান দখল করার দিকে এগিয়ে যাওয়ার। কিন্তু চেন্নায়িন সেই দৌড়ে নেই। প্লে-অফে ওঠার সুযোগও তাদের সামনে নেই। তাই খোলা মনে বাগানের বিরুদ্ধে নামে তারা। লিস্টনকে বেশি গুরুত্ব দিতে গিয়ে রয় কৃষ্ণকে ফাঁকা ছাড়তে শুরু করেছিল চেন্নায়িন। প্রথমার্ধের ইনজুরি টাইমে সেখানেই গোলের দরজা খুলে ফেলল মোহনবাগান। জনি কাউকোর পাস থেকে গোল ফিজির স্ট্রাইকারের। চোট কাটিয়ে মাঠে ফিরে প্রথম গোল রয় কৃষ্ণর।