ISSF Shooting World Cup: আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনা দিব্যাংশ ও এলাভেনিলের
দিল্লিতে আয়োজিত বিশ্বকাপে সোমবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনার পদক এনে দিলেন দিব্যাংশ ও এলাভেনিল। বিশ্বকাপে আয়োজক দেশের এটা নিয়ে চতুর্থ স্বর্ণপদক।
![ISSF Shooting World Cup: আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনা দিব্যাংশ ও এলাভেনিলের ISSF Shooting World Cup: India's Divyansh Singh Panwar, Elavenil Valarivan Win Gold In 10m Air Rifle Mixed Team Event in Delhi ISSF Shooting World Cup: আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনা দিব্যাংশ ও এলাভেনিলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/22/be4bb843434c50953fbe6193c166c9b5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দিল্লিতে আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন ভারতের দিব্যাংশ সিংহ পানওয়ার ও এলাভেনিল ভালারিভান। দিল্লিতে আয়োজিত বিশ্বকাপে সোমবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনার পদক এনে দিলেন দিব্যাংশ ও এলাভেনিল। বিশ্বকাপে আয়োজক দেশের এটা নিয়ে চতুর্থ স্বর্ণপদক। গতকাল রবিবার টুর্নামেন্টে ভারতীয় পিস্তল শ্যুটাররা দারুণ পারফর্ম করেছেন। সেই ধারা অব্যাহত রেখে আজ সোনা জিতলেন দিব্যাংশ ও এলাভেনিল।
ইস্তাভান পেনি ও এসজার ডেনেসের হাঙ্গেরির দলকে ১৬-১০ হারিয়ে ভারতীয় জুটি সোনার জেতে। আমেরিকার লুকাস কোজনিয়েস্কি ও ম্যারি ক্যারোলিন তৃতীয় হয়েছেন। পোল্যান্ডের জুটিকে সামান্য ব্যবধানে হারান তাঁরা।
সোনার পদকের ম্যাচে ভারতীয় জুটি প্রথম থেকেই দারুণ পারফর্ম করে। ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জজয়ী দিব্যাংশ প্রথম তিন সিরিজেই এগিয়ে যান। অন্যদিকে, এলাভেনিল ধীর গতিতে শুরু করলেও ম্যাচ যত এগিয়েছে ততই নিজেকে মেলে ধরেন।
যশস্বিনী সিংহ, মনু ভাকের ও শ্রী নিভেথা পরমননথমকে নিয়ে গঠিত ভারতের জাতীয় দল পোল্যান্ডকে ১৬-৮ এ হারিয়ে ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে সোনা জিতেছে।
মহিলা দলের অসাধারণ পারফরম্যান্সের পর পুরুষ দলও সঠিক দিশাতেই হাঁটে এবং ভিয়েতনামকে ১৭-১১ হারিয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জেতে।এই সোনাজয়ী দলে ছিলেন সৌরভ চৌধুরি, অভিষেক ভার্মা ও শাহজার রিজভি।
এর আগে আমেরিকার কাছে ১৪-১৬ তে হেরে ভারতের পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলকে রূপো নিয়েই সন্তুষ্ট হতে হয়। ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, দীপক তোমর ও পঙ্কজ কুমারদের দল ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রূপো জেতে। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে কোরিয়া ইরানকে ১৭-১৫ তে হারায়।
শ্রীয়াঙ্কা সাদাঙ্গি, নিশা কানওয়ার ও অপুর্ভি চান্দেলাকে নিয়ে গঠিত ভারতের মহিলা দল ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে চতুর্থ স্থান পায়। টুর্নামেন্টে ভারতের পদক সংখ্যা বেড়ে হয়েছে আট। এরমধ্যে সোনার পদক তিন, তিনটি রূপোর পদক।মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে যশস্বিনী ব্যক্তিগত সোনার পদক জেতেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)