এক্সপ্লোর
মহিলাদের টি-২০ আন্তর্জাতিকে সর্বনিম্ন স্কোর, রোয়ান্ডার বিরুদ্ধে ৬ রানে অলআউট মালি
এর আগে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বনিম্ন রান ছিল চিনের।

ফাইল ছবি
নয়াদিল্লি: মহিলাদের টি-২০ আন্তর্জাতিকে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ল মালি। আজ রোয়ান্ডার বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৬ রানে অলআউট হয়ে গেল মালি। মাত্র চার বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রোয়ান্ডা। মালির ওপেনার মারিমা সামাকে এক রান করেন। বাকি পাঁচ রানই অতিরিক্ত। মালির আর কোনও ব্যাটসম্যান রান করতে পারেননি। ৯ ওভার ব্যাটিং করে ৬ রান করে মালি।
Mali women cricket Team
6 runs all out (5 extras) pic.twitter.com/P7FptNqQTj
— Azad (@iamazadk) June 18, 2019
এর আগে মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বনিম্ন রান ছিল চিনের। ব্যাঙ্ককে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচে ১৪ রান করেছিল চিন। আজ সেই রেকর্ড ভেঙে দিল মালি। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















