এক্সপ্লোর
অবিবেচকের মতো ব্যাটিং, মানা যায় না: বিরাট

কলকাতা: ১৩২ রান তাড়া করতে নেমে মাত্র ৪৯ রানে অলআউট। আইপিএল-এর সর্বনিম্ন স্কোর। যে দলে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো তারকারা আছেন, তাঁদের কাছ থেকে এই পারফরম্যান্স কোনওভাবেই আশা করা যায় না। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮২ রানে হারার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কী বলবেন বুঝে উঠতে পারছেন না। তিনি শুধু বলছেন, দলের সবাই অবিবেচকের মতো ব্যাটিং করেছেন। এটা মানা যায় না। গতকাল ইডেনে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। কেকেআর ১৩২ রান করার পর বেশিরভাগ মানুষই ধরে নিয়েছিলেন, আরসিবি সহজেই জিতে যাবে। কিন্তু অবিশ্বাস্য জয় পেল কেকেআর। এই হারের পর দৃশ্যতই হতাশ বিরাট বলেছেন, ‘এটাই আমাদের সবচেয়ে খারাপ ব্যাটিং পারফরম্যান্স। খুব খারাপ লাগছে। এই ম্যাচের প্রথমার্ধের পর ভেবেছিলাম সহজেই রান তাড়া করে জিতে যাব। কিন্তু অবিবেচকের মতো ব্যাটিং করলাম। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। যেটা হয়েছে সেটা খারাপ। এটা মানা যায় না। এই ম্যাচের দ্বিতীয়ার্ধ ভুলে যেতে চাই।’ দলের অন্যান্য ব্যাটসম্যানদের পাশাপাশি বিরাট নিজেও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছেন। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন তিনি। এভাবে আউট হওয়ার জন্য ইডেনের ছোট সাইট স্ক্রিনকে দুষছেন আরসিবি অধিনায়ক। তাঁর দাবি, যে বলে আউট হয়েছেন সেই বলটি হওয়ার আগে সাইট স্ক্রিনের সামনে একজন উঠে দাঁড়ান। ফলে তাঁর মনঃসংযোগ বিঘ্নিত হয়। যদিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বাকিদের ম্যাচ জেতানো উচিত ছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















