এক্সপ্লোর
‘প্রত্যেক কাহিনীরই শেষ থাকে, তোমার সাফল্যের জন্য গর্বিত’, স্বামী শোয়েব মালিকের অবসরের পর আবেগপূর্ণ বার্তা সানিয়া মির্জার
বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পর একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন শোয়েব মালিক। বাংলাদেশের বিরুদ্ধে এবারের বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচে খেলেননি তিনি। গতকালের ওই ম্যাচে জয়ী হয়েছে পাকিস্তান।
লন্ডন: বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পর একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন শোয়েব মালিক। বাংলাদেশের বিরুদ্ধে এবারের বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচে খেলেননি তিনি। গতকালের ওই ম্যাচে জয়ী হয়েছে পাকিস্তান।
মালিক গত বছরই বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর ভাবনা তাঁর মাথায় রয়েছে বলে জানিয়েছিলেন। লর্ডসে বাংলাদেশের বিরুদ্ধে ৯৪ রানে পাকিস্তানের জয়ের পর সেই পরিকল্পনার পথেই হাঁটলেন মালিক। তবে তিনি টি ২০ খেলা চালিয়ে যাবেন। এবারের বিশ্বকাপে মালিকের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর দল থেকে বাদ পড়েন তিনি।
একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে মালিক বলেছেন, এ ফর্ম্যাটটাই আমার সবচেয়ে বেশি পছন্দের ছিল। তাই একদিনের ক্রিকেট থেকে বিদায় নেওয়াটা খুবই দুঃখের। কিন্তু এতে আমি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাব এবং আগামী বছরের টি ২০ বিশ্বকাপের দিকে মনোযোগ দিতে পারব।
২৮৭ একদিনের ম্যাচ খেলে নয়টি সেঞ্চুরি সহ তাঁর সংগ্রহ ৭,৫৩৪ রান। একদিনের ক্রিকেটে ম্যাঞ্চেস্টার ভারতের বিরুদ্ধে তিনি কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন। অফস্পিনার হিসেবে তিনি মোট ১৫৮ উইকেট নিয়েছেন। ৪১ ম্যাচে পাকিস্তানের অধিনায়ত্বও করেন তিনি।
একদিনের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর স্বামী শোয়েব মালিককে শুভেচ্ছা জানিয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ট্যুইটার মারফত সানিয়া বলেছেন, শোয়েব মালিক যে সাফল্য অর্জন করেছেন, তার জন্য তিনি ও তাঁর ছেলে ইজহান –উভয়েই গর্বিত।
এক আবেগপূর্ণ পোস্টে সানিয়া বলেছেন, এই সমাপ্তি আসলে প্রাক্তন পাক অধিনায়কের জীবনের একটা নয়া পর্বের শুরু। ট্যুইটার পেজে তিনি লিখেছেন, প্রত্যেক গল্পেরই একটা শেষ তাকে এবং প্রত্যেক সমাপ্তির একটি নতুন শুরু থাকে। দেশের হয়ে ২০ বছর মাথা উঁচু করে খেলেছেন শোয়েব মালিক। তুমি যে সাফল্য অর্জন করেছ, তারজন্য আমি ইজহান গর্বিত।
‘Every story has an end, but in life every ending is a new beginning’ @realshoaibmalik ???? u have proudly played for your country for 20 years and u continue to do so with so much honour and humility..Izhaan and I are so proud of everything you have achieved but also for who u r❤️
— Sania Mirza (@MirzaSania) July 5, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement