বিয়ের বছর ঘুরতেই বাবা হলেন কালিস, ছেলের নাম রাখলেন জোশুয়া
বিয়ের বছর ঘুরতেই বাবা হলেন কালিস।

নয়াদিল্লি: ২০১৯ সালের ১৩ জানুয়ারি শার্লিন এঙ্গেলসের সঙ্গে বিয়ে হয় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক কালিসের। বছর ঘুরতে না ঘুরতেই শার্লিন ও জ্যাকের পরিবারে এল নতুন সদস্য। গত ১১ মার্চ ২০২০, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শার্লিন। নবজাতক ও স্ত্রী শার্লিনের সঙ্গে নিজস্বী পোস্ট করে কালিস ট্যুইটারে লিখেছেন, “জোশুয়া হেনরি কালিসকে এই বিশ্বে স্বাগত। আমাদের জীবনের স্মরণীয় দিন। ভালবাসায় আমার হৃদয় উপচে পড়ছে। সত্যিই খুব খুশি।”
Welcome to the world Joshua Henry Kallis. Most incredible day of both our lives. Hearts exploding with love. Truely blessed @charlene_engels ❤️ pic.twitter.com/lEFwUgswp3
— Jacques Kallis (@jacqueskallis75) March 11, 2020
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এরপর গোটা বিশ্বে একাধিক পেশাদার লিগে খেলা এবং কোচিংয়ের মতো দায়িত্ব পালন করেছেন কালিস। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি থান্ডার, আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান ক্রিকেট লিগে ত্রিনিদাদা ও টোবাগোর মতো দলে কোচিং এবং মেন্টরের ভূমিকা পালন করেছেন তিনি। এখন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ব্যাটিং কনসালটেন্ট তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
