এক্সপ্লোর
এক ওভারে পাঁচ ছক্কা নিশামের, অল্পের জন্য রক্ষা পেল ডিভিলিয়ার্সের রেকর্ড

মাউন্ট মউনগানুই: শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটে ঝড় তুললেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে থিসারা পেরেরার এক ওভারে পাঁচ ছক্কা মারলেন কিউয়ি অলরাউন্ডার। পেরেরার এক ওভারে ৩৪ রান তুললেন নিশাম। ওয়ান ডে ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে হার্সেল গিবসের ঝুলিতে। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের ডান ফান বাঞ্জের এক ওভারে ছয় ছক্কা মেরে ৩৬ রান তুলেছিলেন গিবস। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার মাত্র ১৩ বলে ছটি ছক্কা মেরে ৪৭ রান করে অপরাজিত ছিলেন নিশাম। অল্পের জন্য এ বি ডিভিলিয়ার্সের ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির (১৬ বলে হাফসেঞ্চুরি রয়েছে ডিভিলিয়ার্সের) রেকর্ড ভাঙা হল না নিশামের। তাঁর দাপটে নিউজিল্যান্ড ইনিংসের ৪৯তম ও পেরেরার দশম ওভারে বল প্রতি রানের পরিসংখ্যান দাঁড়াল ৬, ৬, ৬, ৬, ২ (নো বল), ৬ ও ১। নিশামের পাশাপাশি মার্টিন গাপ্টিল ১৩৯ বলে করলেন ১৩৮ রান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৩৭১/৭।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















