T20 World Cup: ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতের বিশ্বকাপ দলে ডাক পেতে চলেছেন হর্ষল, বুমরা?
Indian Cricket Team: শোনা যাচ্ছে ১৫ সেপ্টেম্বরই ভারতীয় নির্বাচকরা বৈঠক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন।
নয়াদিল্লি: এশিয়া কাপে গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলিং আক্রমণ চাপের মুখে নিজেদের সেরাটা দিতে পারেনি। দলের দুই তারকা বোলার যশপ্রীত বুমরা (Japrit Bumrah) ও হর্ষল পটেলের (Harshal Patel) এশিয়া কাপে অনুপস্থিতি যে দলের ওপর প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য। দুই বোলারই চোটের জেরে এশিয়া কাপে মাঠে নামতে পারেননি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022)। মেগা টুর্নামেন্টের আগে হর্ষলরা ফিট হতে পারবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল বটে। তবে ভারতীয় সমর্থকদের চিন্তা দূর হতে চলেছে।
ফিটনেস পরীক্ষায় পাস
একাধিক রিপোর্ট অনুযায়ী হর্ষল পটেল এবং যশপ্রীত বুমরা, দুই তারকা বোলারই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন এবং ইতিমধ্যেই উভয় তারকাই নিজেদের ফিটনেস পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। বুমরা জুলাই মাস থেকে পিঠের চোটের জন্য দলের বাইরে ছিলেন। অপরদিকে, হর্ষলের পেশিতে চোট ছিল। এই চোট সারানোর উদ্দেশ্যে বুমরা ও হর্ষল, দুইজনেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেন। পুনর্বাসনের সময়কালে অ্যাকাডেমিতে একসঙ্গে দুইজনের ছবিও বেশ ভাইরাল হয়েছিল।
পুনর্বাসন প্রক্রিয়া শেষে তাঁদের ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা। জাতীয় দলে প্রত্য়াবর্তন ঘটানোর জন্য সবার আগে এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হত দুই তারকাকে। সেই পরীক্ষায় পাস করায় তাই দ্রুতই আবার দুইজনকেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী দুই ভারতীয় বোলারকেই জাতীয় অ্যাকাডেমির নেটে বল করতে দেখা গিয়েছে। এশিয়া কাপের হতাশাজনক টুর্নামেন্ট শেষ। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হবে ভারতীয় দল।
ম্যাচ ফিটনেস
দুই বোলারকেই এই দুই সিরিজে একাধিক ম্যাচ খেলিয়ে তাঁদের ফিটনেস পরখ করে দেখে নেওয়া হবে। তবে শোনা যাচ্ছে ১৫ সেপ্টেম্বরই ভারতীয় নির্বাচকরা বৈঠক করে আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন। তাই স্কোয়াড ঘোষণা করার আগে অন্তত হর্ষলদের ম্যাচ ফিটনেস পরখ করে দেখার কোনও সম্ভাবনা নেই, কারণ ভারতের পরবর্তী ম্যাচ ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপে স্কোয়াডে হর্ষলরা ফিরলে, কারা কারা বাদ যেতে পারেন, সেই বিষয়ে নজর থাকবে। সদ্য হাঁটুতে অস্ত্রোপ্রচার করা রবীন্দ্র জাডেজাকে স্কোয়াডে রাখা হবে কি না, সেই দিকেও অনেকেরই নজর রয়েছে।
আরও পড়ুন: আফ্রিদি কন্যার হাতে ভারতের জাতীয় পতাকা? কী বললেন পাক তারকা?