Javagal Srinath : গতিতে টেক্কা দিয়েছিলেন ম্যাকগ্রাকে, বাউন্সারে দমিয়েছিলেন ফ্লেমিংকে, ঝলকে জাভাগাল শ্রীনাথ
Cricket : ভারতের হয়ে ২২৯ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩১৫ উইকেট রয়েছে শ্রীনাথের ঝুলিতে। ওডিআই-র বিচারে ভারতীয় বোলারদের মধ্যে যা অনিল কুম্বলের (৩৩৭) ঠিক পরেই।
কলকাতা : স্পিনজালের দাপটের মাঝে ভারতীয় পেস-ব্যাটারির দায়িত্ব সামলেছিলেন একা হাতে। ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার জাভাগাল শ্রীনাথ (Javagal Srinath)। ৫৪ বছরে পা দিলেন বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরিচিত ম্যাচ রেফারি। হাসিমুখে ব্যাটসম্যানদের বিব্রত করার মতো বিষাক্ত ইনস্যুইংয়ে করতেন ঘায়েল। গতির নিরীখে টেক্কা দিয়েছে গ্লেন ম্যাকগ্রাকেও। বাউন্সার খেলতে অভ্যস্ত কিউয়িদের কিংবদন্তি স্টিফেন ফ্লেমিংকে দুরন্ত বাউন্সার ছুড়ে দিয়েছিলেন দমিয়ে। দীর্ঘদিনের কেরিয়ারে ঝুলিতে একাধিক নজির। জন্মদিনে ফিরে দেখা জাভাগালের কীর্তিময় কেরিয়ার ।
ব্যাটসম্যানকে বিব্রত করার জন্য বিষাক্ত ইনসুইংগ্যার ছিল অস্ত্র। লাইন-লেংথে বেশিরভাগ ক্ষেত্রেই যেন জ্যামিতির মাপে এঁকে ২২ গজে ফেলা। ঘরোয়া ক্রিকেটে ৫০০-র বেশি উইকেট রয়েছে কর্নাটকের পেসারের দখলে। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন জাভাগাল শ্রীনাথ। ১৯৯১ থেকে ২০০৩, ২০ বছরের দীর্ঘ কেরিয়ারের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রিও রয়েছে মাইসোর এক্সপ্রেসের (Mysore Express)। ভারতের হয়ে ২২৯ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩১৫ উইকেট রয়েছে শ্রীনাথের ঝুলিতে। ওডিআই-র বিচারে ভারতীয় বোলারদের মধ্যে যা অনিল কুম্বলের (৩৩৭) ঠিক পরেই।
১৯৮৯-৯০ মরশুমে কর্নাটকের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক। ১৯৯৯ সালে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছিলেন ১৩ উইকেট। ভারতের ম্যাচ হারলেও পরাজিত কোনও বোলারের উইকেট শিকারের বিচারে যা সর্বোচ্চ। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে খেলেছেন জাভাগাল শ্রীনাথ। বিশ্বকাপের (ODI World Cup) মঞ্চে ৪৪ টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ২০০২ সালেই কেরিয়ারে ইতি টানতে চেয়েছিলেন শ্রীনাথ। অবশ্য তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তাঁকে চেয়েছিলেন পরের বছরের বিশ্বকাপে। যেখানে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট ছিল জাভাগালের।
দেশের জার্সিতে ৬৭ টেস্টেও খেলেছেন জাভাগাল শ্রীনাথ। যার মধ্যে ১২ বার প্রথম পাঁচে ব্যাটও করতে নেমেছেন। টেস্টে সর্বোচ্চ ৭৬ রান। ২০০৬ থেকে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে কাজ করা জাভাগাল শ্রীনাথ ১৯৯৬ সালে পেয়েছেন অর্জুন পুরস্কার।
আরও পড়ুন- কলম্বো থেকে ক্যান্ডি, ৩ ঘণ্টার বাস সফরের ধকল কাটাতে পাক ম্যাচের আগে বিশ্রামে রোহিতরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন