এক্সপ্লোর
Advertisement
জ্যাভলিনে বিশ্বরেকর্ড, অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস নীরজ চোপড়ার
নয়াদিল্লি: প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সের যে কোনও পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। পোল্যান্ডে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৬.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে নতুন বিশ্বরেকর্ডও গড়েছেন নীরজ।
হরিয়ানার পানিপথ জেলার খান্দরা জেলার ১৮ বছর বয়সি নীরজ ইতিহাস গড়ার পর বলেছেন, ‘দ্বিতীয়বার আমি যখন জ্যাভলিন থ্রো করি, তখনই আমি বুঝেছিলাম সেটা বিশেষ থ্রো। ৮৬ মিটার দূরত্ব করার কথা আমি ভাবিনি। তবে গত দু মাস ধরে আমি ফিটনেস এবং টেকনিক উন্নত করার জন্য অনেক পরিশ্রম করেছি। তারই ফল পেলাম।’
বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেও, রিও অলিম্পিকে যেতে না পারার আফশোস যাচ্ছে না নীরজের। অলিম্পিকের যোগ্যতা অর্জন করার জন্য ৮৩ মিটার দূরত্বেই জ্যাভলিন থ্রো করার দরকার ছিল। তার চেয়ে বেশি দূরত্বেই জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়েছেন নীরজ। কিন্তু অলিম্পিকের যোগ্যতা অর্জন করার শেষ দিন ছিল ১১ জুলাই। এপ্রিলে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়া ফেডারেশন কাপের সময় চোট পেয়েছিলেন নীরজ। এর ফলে তাঁর পারফরম্যান্স গ্রাফ পড়ে যায়। গত মাসে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে তিনি রুপো পান। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে অসাধারণ নজির গড়লেন এই তরুণ।
এই অসাধারণ কৃতিত্বের জন্য নীরজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Congratulations Neeraj Chopra for the outstanding sporting accomplishment. We are proud of you. https://t.co/GGxI4OjfcJ
— Narendra Modi (@narendramodi) July 24, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement