এক্সপ্লোর
Advertisement
২০২০ টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ার
দক্ষিণ আফ্রিকায় অ্যাথলেটিক্স সেন্ট্রাল নর্থ ইস্ট মিটে রেকর্ড ৮৭.৮৬ মিটার দূরত্বে ছুঁড়ে আসন্ন টোকিও অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতের এই নামী জ্যাভেলিন থ্রোয়ার। চোট সারিয়ে ফেরার পর এটাই ছিল তাঁর প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ইভেন্ট।
নয়াদিল্লি: আসন্ন টোকিও অলিম্পিক্স ২০২০-তে যোগ্যতা অর্জন করলেন ভারতের জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। দক্ষিণ আফ্রিকায় অ্যাথলেটিক্স সেন্ট্রাল নর্থ ইস্ট মিটে রেকর্ড ৮৭.৮৬ মিটার দূরত্বে ছুঁড়ে আসন্ন টোকিও অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতের এই নামী জ্যাভেলিন থ্রোয়ার। এই থ্রো-এর মাধ্যমে তিনি যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৮৫ মিটার দূরত্ব ছাপিয়ে গেলেন।
অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। নীরজও তাঁর কৃতিত্বের এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ৮৭.৮৬ মিটার। প্রতিদ্বন্দ্বীতার মেজাজে ফিরতে পেরে খুব ভালো লাগছে। শুভেচ্ছা ও সমর্থনের জন্য প্রত্যেককে ধন্যবাদ।????Neeraj Chopra qualified for #tokyo2020 ????@Neeraj_chopra1 qualified for Tokyo 2020 Olympics with a throw of 87.86m in southafrica ???????? today.
Congratulations @Neeraj_chopra1???????????? #ProudMoment #javelinthrow pic.twitter.com/AJaiD8oG5x — INDIAN ATHLETES (@indian_athletes) January 28, 2020
এর আগে কনুইয়ে চোট পেয়েছিলেন নীরজ। চোট সারিয়ে ফেরার পর এটাই ছিল তাঁর প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ইভেন্ট। চোটের কারণে ২০১৯-এ দীর্ঘ সময় কোনও ইভেন্টে অংশ নিতে পারেননি তিনি।87.86 mtr Feeling super awesome to be back in the competition mode. Thank you everyone for your good wishes and supporting me always????जय हिंद ???????? pic.twitter.com/gO8iCMG8Di
— Neeraj Chopra (@Neeraj_chopra1) January 28, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement