এক্সপ্লোর
Advertisement
ভারতীয় দলের সাপোর্ট স্টাফ বাছাইয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে না কপিলদের, খবর বিসিসিআই সূত্রে
বিরাট কোহলিদের বোলিং কোচ হিসেবে ভরত অরুণকেই রেখে দেওয়া হতে পারে বলে ক্রিকেটমহলে খবর।
নয়াদিল্লি: কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট পরামর্শদাতা কমিটি ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ বাড়ালেও, তাঁদের সাপোর্ট স্টাফ বাছাইয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে না। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ এবং প্রশাসনিক ম্যানেজার বেছে নেবেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘এখন আর বিসিসিআই-এর সংবিধান বদলের সময় নেই। আজ শনিবার হয়ে গেল। আগামীকাল দফতর বন্ধ থাকবে। সোমবার সকাল দশটায় প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হবে। ক্রিকেট পরামর্শদাতা কমিটিকে যদি সাপোর্ট স্টাফ বাছাইয়ের দায়িত্ব দিতে হয়, তাহলে আইনি দলকে দায়িত্ব দিয়ে নিয়মে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময় নেই।’
গতকাল কপিল, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামী ফের ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে শাস্ত্রীকে বেছে নেন। এরপর সাপোর্ট স্টাফ বাছাইয়ের বিষয়ে কপিল বলেন, ‘আমাদের মতামত অবশ্যই থাকা উচিত। আমরা সাপোর্ট স্টাফ বাছাইয়ের বিষয়ে বোর্ডের কাছে সুপারিশ পাঠিয়েছি। আমরা সাপোর্ট স্টাফ বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে চাই।’ তবে শেষপর্যন্ত কপিলরা সেই দায়িত্ব পাচ্ছেন না।
বিরাট কোহলিদের বোলিং কোচ হিসেবে ভরত অরুণকেই রেখে দেওয়া হতে পারে বলে ক্রিকেটমহলে খবর। তবে ভারতের প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ, ইংল্যান্ডের প্রাক্তন পেসার ড্যারেন গফ ও ভারতীয় দলের প্রাক্তন বাঁ হাতি স্পিনার সুনীল জোশীও নতুন বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন। ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে আছেন জন্টি রোডস। প্রশাসনিক ম্যানেজার হিসেবে সুনীল সুব্রহ্মণ্যমের বদলে নতুন কাউকে দেখা যেতে পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement