এক্সপ্লোর
Advertisement
স্পেনের ক্লাবে খেলতে যাচ্ছেন কাশ্মীরের দুই তরুণ ফুটবলার
শ্রীনগর: স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব সোসিয়েদাদ ডেপোর্টিভো লেনেনসে প্রয়েনাস্তুরের হয়ে খেলতে যাচ্ছেন কাশ্মীরের দুই তরুণ ফুটবলার। বাসিত আহমেদ ও মহম্মদ আসরার রেহবার আগামী ৬ মাস স্পেনের এই ক্লাবের হয়ে খেলবেন।
এই দুই ফুটবলারেরই বয়স ১৮। তাঁরা দু জনেই শ্রীনগরের বাসিন্দা। সিআরপিএফ-এর ফুটবল প্রতিভা অন্বেষণ প্রকল্পের ফসল এই দুই ফুটবলার। কাশ্মীরের তরুণদের খেলার সঙ্গে যুক্ত করে উপত্যকায় শান্তি ফেরানোর উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। সেরকমই একটি শিবিরে নজর কেড়ে নেন স্ট্রাইকার বাসিত ও উইঙ্গার মহম্মদ। তাঁরা দু জনেই জুনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়েও খেলেছেন। মহম্মদ সন্তোষ ট্রফি এবং ডুরান্ড কাপেও খেলেছেন।
সিআরপিএফ-এর এক আধিকারিক বলেছেন, তরুণদের শুধু ফুটবল প্রশিক্ষণ দেওয়াই নয়, তাদের বড় হওয়ার সুযোগ দেওয়ার জন্য বিদেশের ক্লাবগুলির সঙ্গে চুক্তি করেছে সেনাবাহিনী। সেই চুক্তি অনুসারেই স্পেনের ক্লাবটি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বাসিত ও মহম্মদকে দলে নিতে রাজি হয়েছে। এই প্রথম ভারতের ফুটবলাররা স্পেনের ক্লাবে খেলতে যাচ্ছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement