এক্সপ্লোর
Advertisement
কাল সামনে দিল্লি, ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য গম্ভীরদের
নয়াদিল্লি: এবারের আইপিএল-এর শীর্ষে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই জিতে নিয়েছেন গৌতম গম্ভীররা। ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জিতেছে কেকেআর। আগামীকাল অ্যাওয়ে ম্যাচে গম্ভীরদের সামনে দিল্লি ডেয়ারডেভিলস। দুটি দলই ভাল ফর্মে আছে। ফলে আগামীকাল ফিরোজ শাহ কোটলায় জমজমাট লড়াই দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।
এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায় কেকেআর। তবে ইডেনে কিংস ইলেভেন পঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছে কেকেআর। অন্যদিকে, প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের পর রাইজিং পুণে সুপারজায়ান্টস ও কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে দিয়েছে দিল্লি। ফলে দুটি দলই একে অপরকে টক্কর দেওয়ার জন্য তৈরি।
ফিরোজ শাহ কোটলা কেকেআর-এর অধিনায়ক গম্ভীরের ঘরের মাঠ। ফলে তিনি আগামীকালও ভাল পারফরম্যান্স দেখাতে চাইবেন। বোলিংয়ের পাশাপাশি নতুন ওপেনার সুনীল নারিনের ব্যাটিং দক্ষতার উপরেও ভরসা করছে দল। মিডল অর্ডারে মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠানরাও ভাল ফর্মে আছেন। ফলে চোটের জন্য ক্রিস লিন খেলতে না পারলেও কোনও সমস্যা হচ্ছে না। বোলাররাও ভাল ফর্মে আছেন। ধারাবাহিকতা ধরে রাখাই গম্ভীরদের লক্ষ্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement