এক্সপ্লোর
Advertisement
KKR vs DC, Dream11 Prediction: আইপিএলে আজ মুখোমুখি কলকাতা-দিল্লি, কেমন হতে পারে দু'দলের প্রথম একাদশ
শনিবার আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস| আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চনমনে কেকেআর শিবির| দুই দলই প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি করে জিতেছে|
শারজা: শনিবার আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস| আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চনমনে কেকেআর শিবির| দুই দলই প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি করে জিতেছে|
কেকেআরের হয়ে প্যাট কামিন্স ছন্দে থাকলে দিল্লির রয়েছে কাগিসো রাবাডা| নাইট স্পিন-অস্ত্র সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী আগের ম্যাচে মাঝের ওভারগুলোতে কৃপণ বোলিং করেছিলেন| দিল্লির স্পিনারদ্বয় অক্ষর পটেল ও অমিত মিশ্রও নিয়ন্ত্রিত লাইন-লেংথে বল করে ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছেন|
কেমন হতে পারে আজ দুই দলের একাদশ? লড়াই শারজায়| যেখানে ২ ম্যাচের চার ইনিংসের প্রত্যেকটিতে দুশোর ওপর রান উঠেছে| কেকেআরের হার্ডহিটার রাসেল, নারাইন, মর্গ্যান, কার্তিকরা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন| দিল্লি শিবিরেও ধবন, পন্থ, আইয়ার, হেটমায়ারের মতো পাওয়ার হিটার আছেন| যাঁদের মিসহিটও শারজার মাঠে ছক্কা হয়ে যেতে পারে|
একজন স্পিনার কমিয়ে বাড়তি ব্যাটসম্যান খেলাতে পারে কেকেআর| সেক্ষেত্রে কুলদীপকে বসিয়ে রাহুল ত্রিপাঠীকে খেলানোর সম্ভাবনা রয়েছে| রাহুল খেললে শুবমানের সঙ্গে ওপেনও করতে পারেন| নারাইনের পরিবর্তে|
দিল্লি শিবির থেকে জানানো হয়েছে, কাঁধের চোট সারিয়ে সুস্থ আর অশ্বিন| তবে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে| অশ্বিন খেললে মিশ্রকে বসানো হতে পারে|
কলকাতা নাইট রাইডার্স
শুবমান গিল
সুনীল নারাইন
নীতিশ রানা
দীনেশ কার্তিক (অধিনায়ক)
আন্দ্রে রাসেল
অইন মর্গ্যান
প্যাট কামিন্স
কুলদীপ যাদব/রাহুল ত্রিপাঠী
কমলেশ নাগরকোটি
শিবম মাভি
বরুণ চক্রবর্তী
দিল্লি ক্যাপিটালস
পৃথ্বী শ
শিখর ধবন
শ্রেয়স আইয়ার (অধিনায়ক)
ঋষভ পন্থ
শিমরন হেটমায়ার
মার্কাস স্টোইনিস
অক্ষর পটেল
কাগিসো রাবাডা
এনরিক নর্ৎজে
ইশান্ত শর্মা
অমিত মিশ্র/আর অশ্বিন
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement