KKR vs RCB, IPL 2023 Live: ইডেনে বিরল সমর্থনের সামনে খেই হারাল আরসিবি, ১২৩ রানে শেষ কোহলিদের ইনিংস, জয়ী কেকেআর
IPL 2023, Match 9, KKR vs RCB: চার বছরের দীর্ঘ অপেক্ষা পর অবশেষে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে নামছে। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
LIVE

Background
KKR vs RCB Live: টিম মালিক শাহরুখ খানের সামনে নাইট-শো দেখল ইডেন
ঘরের মাঠে কেকেআরের প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে রইল। প্রথমে ব্যাট করে শার্দুল ঠাকুরের ঝোড়ো ব্যাটিংয়ে ২০৪/৭ তুলল কেকেআর। জবাবে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসি-গ্লেন ম্যাক্সওয়েল সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ ১৭.৪ ওভারে মাত্র ১২৩ রানে গুটিয়ে গেল। ৮১ রানে ম্যাচ জিতে আইপিএলে প্রথম পয়েন্ট ঘরে তুলল কেকেআর। টিম মালিক শাহরুখ খানের সামনে নাইট-শো দেখল ইডেন।
Eden Gardens Live: এক ওভারে জোড়া ধাক্কা সুয়াসের
সুয়াস শর্মা এক ওভারে ফেরালেন অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিককে। ১৩ ওভারের শেষে আরসিবির স্কোর ৮৬/৮।
৮.৫ ওভারে আরসিবির স্কোর ৬১/৫
আরসিবি শিবিরে পর পর ধাক্কা, বিরাট কোহলিকে তুলে নিলেন সুনীল নারাইন। বরুণ চক্রবর্তী ফেরালেন ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল ও হর্ষল পটেলকে। শাহবাজ আহমেদকে ফেরালেন সুনীল নারাইন। ৮.৫ ওভারে আরসিবির স্কোর ৬১/৫।
KKR vs RCB Live: ৩ ওভারের শেষে আরসিবির স্কোর ১৯/০
১৩ রান করে ক্রিজে বিরাট কোহলি। ৩ ওভারের শেষে আরসিবির স্কোর ১৯/০।
IPL Live: কেকেআর প্রথমে ব্যাট করে তুলল ২০৪/৭
ষষ্ঠ উইকেটে ৪৭ বলে ১০৩ রানের পার্টনারশিপ গড়লেন শার্দুল ও রিঙ্কু। কেকেআর প্রথমে ব্যাট করে তুলল ২০৪/৭।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
