KL Rahul Injury: চিকিৎসার জন্য জার্মানি পাড়ি? ইংল্যান্ড সফরে প্রায় অনিশ্চিত কে এল রাহুল
KL Rahul: আসন্ন ইংল্যান্ড সফর থেকেও ছিটকে যাওয়ার পথে রাহুল। সূত্রের খবর, চিকিৎসার জন্য জার্মানি পাড়ি দিতে পারেন রাহুল (K L Rahul)। তার জন্যই হয়ত তাঁকে পাওয়া যাবে না।
![KL Rahul Injury: চিকিৎসার জন্য জার্মানি পাড়ি? ইংল্যান্ড সফরে প্রায় অনিশ্চিত কে এল রাহুল KL Rahul to miss England tour, to undergo treatment in Germany: Report KL Rahul Injury: চিকিৎসার জন্য জার্মানি পাড়ি? ইংল্যান্ড সফরে প্রায় অনিশ্চিত কে এল রাহুল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/08/9c1c24c04f14d008d26a4b3685edf7aa_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বিরাট-রোহিতের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজের নেতৃত্বের ভার পড়েছিল কে এল রাহুলের (K L Rahul) ওপর। কিন্তু কুঁচকির চোটের জন্য সিরিজ শুরুর একদিন আগেই ছিটকে গিয়েছিলেন কর্ণাটকী এই তারকা ব্যাটার। এবার আসন্ন ইংল্যান্ড সফর থেকেও ছিটকে যাওয়ার পথে রাহুল। সূত্রের খবর, চিকিৎসার জন্য জার্মানি পাড়ি দিতে পারেন রাহুল (K L Rahul)। তার জন্যই হয়ত তাঁকে পাওয়া যাবে না।
বোর্ড সচিব জয় শাহ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ''এটা সত্যি যে রাহুলের ফিটনেস নিয়ে আলোচনা চলছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে। খুব দ্রুতই ও চিকিৎসার জন্য জার্মানিতে পাড়ি দেবে।''
রাহুল ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে এবার টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বভার সামলাচ্ছেন ঋষভ পন্থ। এমনিও এই সিরিজের জন্য পন্থকে সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। তাই রাহুল ছিটকে যাওয়ায় তাঁকেই এবার অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে সহ অধিনায়কের দায়িত্ব বর্তেছে হার্দিক পাণ্ড্যর ওপর। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে কিছুদিন আগেই আইপিএলে জিতেছেন। তাই হার্দিককে পন্থের ডেপুটি বাছতে বেশি ভাবতে হয়নি।
যদিও আয়ারল্যান্ডের সিরিজের জন্য হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১৭ সদস্যের স্কোয়াড বেছে নিল ভারত। টি২০-তে অসাধারণ সাফল্যের পর হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) কাঁধে তুলে দেওয়া হল নেতৃত্ব। তাঁর ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে তারকা অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে। জুনের ২৬ ও ২৮ তারিখে ডাবলিনে দুটি টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
এদিকে আইপিএলের শেষ মরসুমে সানরাইজার্স হায়দরাবাদকে প্রতিনিধিত্ব করা রাহুল ত্রিপাঠীর ডাক পড়েছে জাতীয় দলে। প্রত্যাবর্তন হচ্ছে সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনেরও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরে ডাক পড়েছিল উমরান মালিকের। স্কোয়াডে থাকছেন তিনিও।
আরও পড়ুন: 'মন্ত্রী' যখন মাঠে 'রাজা', সেঞ্চুরি করেই স্ত্রী-কে চিরকুটে ভালবাসা ছুড়ে দিলেন মনোজ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)