এক্সপ্লোর
ক্রিকেট অস্ট্রেলিয়ার এ বছরের স্বপ্নের দলের অধিনায়ক কোহলি

সিডনি: আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে সুযোগ মেলেনি, তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০১৬ সালের স্বপ্নের দলে শুধু সুযোগ পাওয়াই নয়, এই দলের অধিনায়ক নির্বাচিত হলেন বিরাট কোহলি। ভারতের টেস্ট দলের অধিনায়কের পক্ষে এটা বড় সম্মান। ২০১৬ সালটা অধিনায়ক ও ব্যাটসম্যান কোহলির দারুণ কেটেছে। পরপর তিনটি সিরিজে দ্বিশতরান করেছেন তিনি। পরপর পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে ভারত। সেই কারণেই তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বপ্নের দলের অধিনায়ক নির্বাচিত হলেন। এই দলে আছেন এই মুহূর্তে টেস্টে এক নম্বর বোলার ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















