এক্সপ্লোর
ভারত ৩০-৩৫ রান কম করেছে, বিপক্ষের বোলারদের কৃতিত্ব দিয়ে বিরাট

কানপুর: প্রথম টি-২০ ম্যাচে হারের পর ইংল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ভারত ৩০-৩৫ রান কম করেছে। সেই কারণেই ম্যাচ হারতে হয়েছে। এই ম্যাচে ভারতের কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান করে ভারত। ৩ উইকেট হারিয়ে সহজেই সেই রান তুলে নেয় ইংল্যান্ড। ইডেনে একদিনের সিরিজের শেষ ম্যাচের পর প্রথম টি-২০ ম্যাচেও হারের মুখ দেখতে হল ভারতকে। এই ম্যাচের পর বিরাটের স্বীকারোক্তি, ‘আজ আমাদের থেকে অনেক ভাল খেলেছে ইংল্যান্ড। ওদের বোলাররা অতিরিক্ত গতি ও বাউন্সার সহ ভাল লেংথে বল করেছে। আমরাও এই উইকেটে ভাল বোলিং করতে চেয়েছিলাম। কিন্তু ৩০-৩৫ রান কম করেছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















