এক্সপ্লোর
Advertisement
আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত, কোহলি
কলকাতা: রবিবার শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ভারত ফাইনালে পৌঁছতে না পারলেও, সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই রইল ভারত। একইসঙ্গে, এই ফর্ম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর জায়গা দখল করেছেন ভারতের বিরাট কোহলি।
সোমবার যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেই অনুযায়ী, দ্বিতীয় স্থানে উঠে এসেছে সদ্য চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ হল বিশ্বের একমাত্র দল যারা দু-দুবার টি-২০ বিশ্বকাপ জিতে নজির গড়েছে। তাদের পয়েন্ট ১২৫। ভারতের (১২৬) চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে। ফলে বলা যেতেই পারে, একেবারে ভারতের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ক্যারিবিয়ানরা। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। চতুর্থস্থানে রানার্স আপ ইংল্যান্ড।
ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরেই রয়েছেন কোহলি। দল চ্যাম্পিয়ন না হলেও, টি-২০ বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছেন তিনিই। দ্বিতীয় স্থানাধিকারী অস্ট্রেলিয়ার অ্যারণ ফিঞ্চের থেকে ৮৬ পয়েন্ট এগিয়ে কোহলি। বোলারদের তালিকায় কেরিয়ারের সেরা র্যাঙ্কিং পেয়েছেন আশীষ নেহরা ও জশপ্রীত বুমরাহ। বুমরাহ রয়েছেন সপ্তম স্থানে। অন্যদিকে, নেহরা রয়েছেন ১১ তম স্থানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement