এক্সপ্লোর
Advertisement
দেখুন: সেঞ্চুরির পর ফ্লাইং কিস কোহলির, অভিনন্দন অনুষ্কার
ট্রেন্টব্রিজ: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে হেরে প্রবল চাপের মুখে ট্রেন্টব্রিজে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারত। সেখানে দুই ইনিংসেই অসাধারণ ইনিংস খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংস তার পুনরাবৃত্তি হয়নি। আদিল রশিদের বল থার্ডম্যান সীমানার বাইরে পাঠিয়ে নিজের টেস্ট ক্রিকেট কেরিয়ারের ২৩ তম শতরান করলেন কোহলি। সচিন তেন্ডুলকরের পরবর্তী যুগে ভারতীয় দলের ব্যাটিং স্তম্ভ কোহলির বন্দনায় মেতেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ট্রেন্টব্রিজের এই ইনিংসের পর টেস্টে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ স্থানে উঠে এলেন কোহলি। এক্ষেত্রে কোহলি বীরেন্দ্র সহবাগের সঙ্গে একসারিতে উঠে এলেন। সহবাগেরও রয়েছে ২৩ টেস্ট সেঞ্চুরি।টেস্ট সেঞ্চুরির ক্ষেত্রে সবার আগে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর শতরানের সংখ্যা ৫১। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড়। তাঁর শতরানের সংখ্যা ৩৬। তৃতীয় সুনীল গাওস্কর (৩৪)।
গতকাল ট্রেন্টব্রিজের মাঠে সেঞ্চুরির পর একবার ব্যাট দেখানের ড্রেসিংরুমের দিকে। তারপর ঘুরে গিয়ে ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন স্ত্রী অনুষ্কা শর্মার দিকে। স্ট্যান্ড থেকে সেঞ্চুরির জন্য স্বামীকে অভিনন্দন জানালেন অনুষ্কা।
And here it is. Virat Kohli's 23 century in Test cricket. Would have been his 24th had he not been dismissed in the 90s in Lord's Test. Kohli is a magician. Anushka is right there applauding. pic.twitter.com/PiFlvJglLj
— Deepak Raj Verma (@iconicdeepak) August 20, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement