এক্সপ্লোর
Advertisement
কোহলি সহজে রান পাবেন না: জোস বাটলার
লন্ডন: বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুটি ইনিংসেই রান পেয়েছেন কোহলি। প্রথম ইনিংসে ১৪৯ ও দ্বিতীয় ইনিংসে তাঁর ৫১ রান বিশেষজ্ঞ থেকে শুরু করে সমর্থকদের মুগ্ধ করেছে। কিন্তু লর্ডস টেস্টের আগে ইংল্যান্ড দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোস বাটলার বলেছেন, কোহলি সহজে রান পাবেন না। এ ব্যাপারে তিনি আগের টেস্টে কোহলির লড়াই করে প্রতিটি রান সংগ্রহের কথা উল্লেখ করেছেন। বাটলার বলেছেন, ক্রিকেটের আঁতুড়ঘর হিসেবে পরিচিত লর্ডসেও তাঁরা একই ভাবে কোহলিকে রোখার চেষ্টা করবেন।
বাটলার বলেছেন, প্রথম ইনিংসে কোহলি দুরন্ত সেঞ্চুরি করেছে। কিন্তু আমাদের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। প্রত্যেকটি রানের জন্য কোহলিকে লড়াই করতে হয়েছিল। আমাদের কাছে কয়েকটি সুযোগ এসেছিল, যা কাজে লাগাতে পারিনি। এই সপ্তাহে আমাদের এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। আমাদের আরও বেশি নিখুঁত হতে হবে।
বার্মিহাম টেস্টে ৩১ রানে জিতে আয়োজক দেশ সিরিজে ১-০ এগিয়ে রয়েছে।
বাটলার নিজেদের খামতির দিকগুলি নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, এজবাস্টনে জিতলেও কয়েকটা জায়গায় আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। প্রথম ইনিংসে একটা সময় আমাদের রান ছিল ৩ উইকেটে ২১৬।রুট ও জনি বেয়ারস্টো ব্যাট করছিল। কিন্তু সেই ভিত্তিকে কাজে লাগাতে পারিনি। এরপর একটা সময় ১০০ রানের মধ্যে ভারতের পাঁচটা উইকেট ফেলে দিয়েছিলাম। কিন্তু এরপরও ভারত আমাদের স্কোরের কাছাকাছি চলে এসেছিল। এই জায়গাগুলি শুধরানোর প্রয়োজন। আর ব্যক্তিগতভাবে আমি আরও অবদান রাখতে চাই।
লর্ডসে বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড। বাটলার বলেছেন, স্টোকসকে না পাওয়াটা একটা বড় ব্যাপার। তবে আমরা আগে থেকেই জানি যে ওকে পাওয়া যাবে না। এতে অন্যরা সেই শূন্যস্থান পূরণের একটা সুযোগ পাবে। যেমন স্যাম কুরান এজবাস্টনে করেছিল।ওর ভবিষ্যত খুবই উজ্জ্বল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement