বিফলে গেল কোহলির দুরন্ত শতরান, অস্ট্রেলিয়ার কাছে ৩২ রানে হার ভারতের
রাঁচি: বিফলে গেল বিরাট কোহলির লড়াই। ভারত অধিনায়কের দুর্ধর্ষ শতরান সত্ত্বেও তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩২ রানে হেরে গেল ভারত। এর ফলে, ৪-ম্যাচের সিরিজে ব্যবধান কমাল অ্যারন ফিঞ্চের ছেলেরা। অস্ট্রেলিয়ার করা ৩১৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অল্প ব্যবধানের মধ্যে তিনটি উইকেট চলে যাওয়ায় বেশ চাপে পড়ে যায় মেন ইন ব্লু। এদিন ফের ব্যর্থ শিখর ধবন। ১ রানেই ফেরেন তিনি। রোহিত শর্মাও ১৪ রানে ফিরে যান। ব্যর্থ হন অম্বাতি রায়ুডুও (১)। একদিকে যখন উইকেট পড়ছে, তখন একা অন্য প্রান্ত ধরে রেখেছিলেন কোহলি। একমাত্র কোহলিকে কোনওভাবে চাপে ফেলতে পারেননি অজি বোলাররা। উইকেটের দুপ্রান্তেই অত্যন্ত সাবলীল ও নিজস্ব ভঙ্গিমায় খেলেন বিরাট। সম্পন্ন করেন কেরিয়ারের ৪১তম শতরান। তাঁর ৯৫ বলে করা ১২৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার ও একটি ছক্কায়। কোহলি বাদে ভারতীয় ব্যাটিংয়ে উল্লেখযোগ্য কিছুই ছিল না। মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদব করেন ২৬ রান। বিজয় শঙ্কর করেন ৩২ রান। রবীন্দ্র জাডেজা করেন ২৪ রান। কিন্তু, তা যথেষ্ট ছিল না। ৪৮.২ ওভারে ২৮১ রানেই ইতি হয় ভারতের ইনিংসের। অজি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট দখল করেন প্যাট কামিন্স, জেয়ি রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।
এর আগে, দুশো’র কাছাকাছি ওপেনিং পার্টনারশিপ করা সত্ত্বেও করেও, শুক্রবার রাঁচিতে ভারতের বিরুদ্ধে বিশাল স্কোর করতে ব্যর্থ হল অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে বিপক্ষকে প্রথম ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু, এদিন ভারতীয় বোলারদের, বিশেষ করে স্পিনারদের দিনটা খারাপ ছিল। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ও উসমান খোয়াজা। এদিন দুই ওপেনার কোনও ভারতীয় বোলারকে রেয়াত করেননি। মাঠের চারদিকে বল মেরেছেন। এদিন শতরান সম্পন্ন করেন খোয়াজা। ১১৩ বলে করেন ১০৪ রান। তবে, অল্পের জন্য শতরান ফস্কালেন ফিঞ্চ। ৯৯ বলে ৯৩ রান করে আউট হন তিনি। তিনে নেমে ৩১ বলে ঝোড়ো ৪৭ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। মার্কাস স্টোয়েনিস করেন ৩১। ভারতীয় স্পিনাররা এদিন ছন্দে ছিলেন না। ব্যতিক্রম কুলদীপ যাদব। তিনি ১০ ওভারে ৬৪ রান দিয়ে তিন উইকেট দখল করেন। তিন স্পিনার এদিন ২২ ওভারে ১৬০ রান দিয়েছেন। শেষদিকে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি অস্ট্রেলিয়ার রানের গতি কিছুটা স্লথ করেন। ফিল্ডিংও ছিল নিম্নমানের। ১৭ রানে জাডেজার বোলিংয়ে খোয়াজার ক্যাচ ফেলেন শিখর ধবন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট খুইয়ে ৩১৩ রান করে অজিরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। অপরিবর্তিত দল নিয়ে নামছে ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়া দলে নাথন কুল্টার-নাইলের পরিবর্তে দলে এসেছেন ঝাই রিচার্ডসন।
ভারত সিরিজে ২-০ এগিয়ে রয়েছে।
To pay homage to the martyrs of Pulwama Terror Attack, the players will donate today's match fee to the National Defence Fund #JaiHind pic.twitter.com/vM9U16M8DQ
— BCCI (@BCCI) March 8, 2019
#TeamIndia will be sporting camouflage caps today as mark of tribute to the loss of lives in Pulwama terror attack and the armed forces
And to encourage countrymen to donate to the National Defence Fund for taking care of the education of the dependents of the martyrs #JaiHind pic.twitter.com/fvFxHG20vi — BCCI (@BCCI) March 8, 2019
ভারতীয় দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, মার্কাস স্টোইনিস, পিটার হ্যান্ডসকোম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, অ্যালেক্স কেরি, ঝাই রিচার্ডসন, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, নাথন লিয়ন