এক্সপ্লোর
আমাদের ওপর ভরসা হারাবেন না কখনও, ২-০য় সিরিজে পিছিয়ে ফেসবুক পোস্টে ভক্তদের বিরাট

লন্ডন: পরপর ইংল্যান্ডের মাটিতে প্রথম দুটি টেস্টে হারায় হতাশার আবহাওয়া। নানা মহল থেকে সমালোচনার তীর ছুটে আসছে। এই প্রেক্ষিতে বিরাট কোহলি ফ্যানদের কাছে ভারতীয় টিমের পাশে থাকার আবেদন করলেন, তাঁদের সমর্থন করতে বললেন। নিজের ফেসবুক পেজে এক আবেগমথিত পোস্ট করেছেন ভারতীয় দলনায়ক। লিখেছেন, কখনও আমরা জিতি, অন্য সময় শিখি। আপনারা কখনও আমাদের ছেড়ে যাবেন না, ভরসা হারাবেন না, আমরাও কথা দিচ্ছি, কখনও আপনাদের ভুলে যাব না, ছাড়ব না। সামনের দিকে এগিয়ে যাব। সংক্ষিপ্ত পোস্টের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের মাঠে অনুশীলনের ছবিও দিয়েছেন বিরাট।
পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডের কাছে ২-০ ফলে হেরে বিরাট ধাক্কা খেয়েছে ভারত। বড় ব্যবধানের হারের পর প্রকট হয়েছে বহু বিজ্ঞাপিত শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইন আপের চরম ব্যর্থতা। পাশাপাশি প্রথম টেস্টে সেঞ্চুরির পর বিরাটের ব্যাটও জ্বলে উঠতে পারেনি দ্বিতীয় টেস্টে প্রয়োজনের সময়। পাশাপাশি পুরানো পিঠের ব্যথাও ফের ভোগাচ্ছে তাঁকে। লর্ডসে ১৫৯ রানে হারের পর দল বাছাই সম্পর্কে স্পষ্ট প্রশ্ন করা হলে বিরাট স্বীকার করেন, টিম কম্বিনেশন খানিকটা বেমানান ছিল বটে, তবে তাঁরা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াবেন। বিরাট বলেন, ২-০য় পিছিয়ে থাকার পর একমাত্র রাস্তা ইতিবাচক মেজাজে ঘুরে দাঁড়িয়ে ২-১ ফল করে সেখান থেকে সিরিজটাকে আকর্ষনীয় জায়গায় নিয়ে যাওয়া। শনিবার নটিংহ্যামে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। তারপর বাকি দুটি টেস্টের জন্য ভারতীয় দলের নাম ঘোষণা হবে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















