এক্সপ্লোর
দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতলেও, খেলোয়াড়ি মানসিকতায় মন জয় করলেন বিরাট

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বড় রান করার পরেও জয় পায়নি ভারতীয় দল। ওভার সংখ্যা কমে যাওয়ার পর ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাঁচ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতীয় দল ম্যাচ হারলেও, খেলোয়াড়ি মানসিকতার পরিচয় দিয়ে সবার মন জয় করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
গতকাল ভারতের ইনিংসের ১৮-তম ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মর্কেলের একটি বল ঠিকমতো সামাল দিতে পারেননি বিরাট। বলটি তাঁর ব্যাটে লেগে উঁচু হয়ে বোলারের দিকে এগিয়ে যায়। পিচের উপরেই ডানদিকে শরীর ছুড়ে দেন মর্কেল। তবে তিনি ক্যাচ নিতে পারেননি। উল্টে পিচের উপর পড়ে কোমরে আঘাত পান। দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের পাশাপাশি বিরাটও গিয়ে মর্কেলের পিঠ চাপড়ে দেন। দর্শকরা বিরাটের এই মানসিকতার প্রশংসা করেন। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















