এক্সপ্লোর
Advertisement
কাল সামনে গুজরাত, গতবারের হারের বদলার লক্ষ্যে কেকেআর
রাজকোট: এবারের আইপিএল-এর তৃতীয় দিন প্রথম ম্যাচে গুজরাত লায়ন্সের মুখোমুখি হতে চলেছে দু বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করতে চাইছে গৌতম গম্ভীরের দল। অ্যাওয়ে ম্যাচ হলেও, জয় ছাড়া কিছু ভাবছে না কেকেআর। গতবার হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচেই জিতেছিল গুজরাত লায়ন্স। এবার সেই হারের বদলা নিতে মরিয়া গম্ভীররা।
অধিনায়ক গম্ভীর ছাড়াও কেকেআর ব্যাটিং লাইনআপের বড় ভরসা ইউসুফ পাঠান, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, ক্রিস লিন ও সূর্যকুমার যাদব। এছাড়া অলরাউন্ডার শাকিব আল হাসান, ড্যারেন ব্র্যাভোর উপরেও ভরসা করছে দল। স্পিনাররাও কেকেআর-এর বড় শক্তি। চায়নাম্যান কুলদীপ যাদব, ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন ও লেগ স্পিনার পীযূষ চাওলা বিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে তৈরি। ফলে এবারও ভাল ফলের বিষয়ে আশাবাদী কেকেআর।
আগামীকাল গম্ভীরদের প্রতিপক্ষ গুজরাত লায়ন্সও অবশ্য পিছিয়ে নেই। সুরেশ রায়নার দল গতবার কোয়ালিফায়ারে আরসিবি-র কাছে হেরে গিয়েছিল। এবারও দল যথেষ্ট শক্তিশালী। ব্যাটিং বিভাগে রায়না ছাড়াও ভরসা ব্রেন্ডন ম্যাকালাম, দীনেশ কার্তিক, অ্যারন ফিঞ্চ ও ডোয়েন স্মিথ। ফলে আগামীকাল লড়াই জমবে বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement