এক্সপ্লোর
Advertisement
বিতর্ক সত্ত্বেও কুম্বলে জানালেন, চারদিনের টেস্ট নিয়ে আলোচনা হবে আইসিসি-র ক্রিকেট কমিটিতে, সমালোচনায় মুখর আখতার
ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এখনই চারদিনের টেস্ট আয়োজনের প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া দিতে চান না। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সরাসরি এই প্রস্তাব নিয়ে তাঁর অসন্তোষের কথা জানিয়েছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনও কোহলির সুরেই সুর মিলিয়েছিলেন।
নয়াদিল্লি: চারদিনের টেস্ট ম্যাচ নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটবিশ্ব। কেউ কেউ বলছেন, এতে টেস্টের আকর্ষণ বাড়বে। সময়ও বেঁচে যাবে এবং সেই সময়ে ক্রিকেট ক্যালেন্ডারে অন্যান্য টুর্নামেন্ট অন্তর্ভুক্ত করা যাবে। আবার গরিষ্ঠ একটা অংশের মত হল, এতে টেস্ট ক্রিকেটের উত্তেজনা কমবে এবং ক্ষতি হবে ক্রিকেটারদের মানসিকতার।
তবে বিতর্ক সত্ত্বেও চারদিনের টেস্ট নিয়ে যে চিন্তাভাবনা থামাচ্ছে না আইসিসি, সে ব্যাপারে জোরাল ইঙ্গিত দিয়ে রাখলেন অনিল কুম্বলে। যিনি আইসিসি-র ক্রিকেট কমিটির প্রধান এবং টেস্ট ক্রিকেটের দিনসংখ্যা কমিয়ে ফেলা হলে সেই সিদ্ধান্ত নিতে হবে ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককেই।
কুম্বলে বলেছেন, ‘আমি আইসিসি-র ক্রিকেট কমিটির সদস্য হওয়ায় এই প্রস্তাব নিয়ে কী ভাবছি বলতে পারব না। আমরা বৈঠকে এ নিয়ে আলোচনা করব এবং তারপর জানাব।’ কুম্বলে ছাড়াও আইসিসি-র ক্রিকেট কমিটিতে আছেন রাহুল দ্রাবিড়, মাহেলা জয়বর্ধনে, অ্যান্ড্রু স্ট্রস ও শন পোলক।
ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এখনই চারদিনের টেস্ট আয়োজনের প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া দিতে চান না। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সরাসরি এই প্রস্তাব নিয়ে তাঁর অসন্তোষের কথা জানিয়েছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনও কোহলির সুরেই সুর মিলিয়েছিলেন।
এদিকে, টেস্ট ম্যাচ চারদিনের করার প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্টবোলার শোয়েব আখতার। তিনি বলেছেন, ‘ভিত্তিহীন প্রস্তাব। কেউ এটায় আগ্রহী হবে না। ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বিচক্ষণ। ও এটা কখনওই হতে দেবে না। টেস্ট ক্রিকেটকে মরতে দেবে না সৌরভ। আর ভারতীয় বোর্ডের অনুমোদন না পেলে আইসিসি-ও এটা চালু করতে পারবে না। আমি চাই ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারেরা এর সমালোচনায় আরও সরব হোক।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement