![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
প্রয়াত মিলখা সিংহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর
৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে সারা দেশে শোকের ছায়া।
![প্রয়াত মিলখা সিংহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর Late Milkha Singh, condolences from the Prime Minister to the Chief Minister প্রয়াত মিলখা সিংহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/19/4be8b9b3c6c2132bdd33efbb5c10a6a8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: জীবন বাঁচানোর ‘দৌড়ে’ শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। ৯১ বছরে থামল জীবনের দৌড়। চণ্ডীগড়ের PGIMER হাসপাতালে গতকাল রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা-মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হয়। ৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে সারা দেশে শোকের ছায়া।
প্রয়াত মিলখা সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, শ্রী মিলখা সিংহের চলে যাওয়ায় আমরা অসামান্য একজন ক্রীড়াবিদকে হারালাম। অগণিত ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছেন। তাঁর অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব লক্ষ লক্ষ মানুষের কাছে তাঁকে প্রিয় করে তুলেছিল। তাঁর চলে যাওয়া বেদনাদায়ক।
শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি ট্যুইটারে লিখেছেন, মিলখা সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ। তাঁর সংগ্রাম এবং শক্তি প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তাঁর পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি।
ট্যুইট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, মিলখা সিংহের প্রয়াণে গভীর শোকাহত। একজন কিংবদন্তি ক্রীড়াবিদ, যিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার, প্রিয়জন এবং তাঁর অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা রইল।
এদিন মিলখা সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, মিলখা সিংহ তথা ফ্লাইং শিখের মত্যুতে ভারতবাসী শোকস্তব্ধ। বিশ্বের ক্রীড়া জগতে ছাপ রেখে গিয়েছেন। ভারতীয় ক্রীড়া জগত তাঁকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্মরণ করবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লিখেছেন, কোভিড ১৯ –এর সঙ্গে লড়াই করার পর মিলখা সিংহের মত্যু অত্যন্ত দুঃখজনক। ভারতে এগিয়ে নিয়ে যেতে তাঁর জীবন সর্বদা অনুপ্রেরণা জোগাবে।
১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিং। ক্রীড়া মহলে যাঁর পরিচিতি উড়ন্ত শিখ নামে। ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি। ১৯৫৯ সালে পদ্মশ্রী পান। মিলখা সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ক্রিকেটার যুবরাজ সিং, টেনিস তারকা সানিয়া মির্জা-সহ ক্রীড়া জগতের অনেকেই ট্যুইটারে জানিয়েছেন শোকবার্তা। ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন শাহরুখ খান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)