এক্সপ্লোর
লকডাউনে রাঁচির ফার্মহাউসের বাগানে ঘাস ছাঁটাই করছেন ধোনি, ছবি তুললেন স্ত্রী সাক্ষী
মহেন্দ্র সিংহ ধোনি সপরিবার রয়েছেন রাঁচিতে তাঁর বাগানবাড়িতে।

রাঁচি: করোনা আতঙ্কে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। লকডাউন বাড়লে চলতি মরসুমে টুর্নামেন্টের ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়বে। আপাতত প্রত্যেক দলই প্রস্তুতি শিবির স্থগিত করে দিয়েছে। ক্রিকেটারেরা সকলেই গৃহবন্দি। মহেন্দ্র সিংহ ধোনি সপরিবার রয়েছেন রাঁচিতে তাঁর বাগানবাড়িতে। সেখানে আপাতত বাগানের আগাছা পরিষ্কার করায় ব্যস্ত জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক! শুক্রবার তাঁর স্ত্রী সাক্ষী ধোনির মোয়িং মেশিন দিয়ে ঘাস ছাঁটাই করার একটি ছবি তোলেন। পরে চেন্নাই সুপার কিংসের তরফে ছবিটি ট্যুইট করা হয়। সঙ্গে লেখা, ‘আমাদের থালার লন টাইম।’ প্রসঙ্গত, থালা বা থালাইভা কথার অর্থ দ্য বস। ছবিটির জন্য সিএসকে শিবির থেকে সাক্ষীকে কৃতিত্বও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে আর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে দেখা যায়নি ধোনিকে। তাঁর অবসর নিয়েও চলেছে হাজারো জল্পনা। আইপিএলই ছিল ধোনির প্রত্যাবর্তনের মঞ্চ। অনেকেই মনে করেছিলেন যে, আইপিএলে ফের দুরন্ত ফর্মে দেখা যাবে ধোনিকে। সেই সঙ্গে পরিষ্কার হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার রাস্তাও। আপাতত পুরো পরিকল্পনাটাই বিশ বাঁও জলে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















