Inter Miami: একাই করলেন জোড়া গোল, মেসির পায়ের জাদুতে একের পর এক ম্যাচ জিতেই চলেছে ইন্টার মায়ামি
Lionel Messi: একাই জোড়া গোল করলেন মেসি। তাঁর দলও ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয়। একই সঙ্গে টুর্নামেন্টের শেষ ষোলোয় পৌঁছে গেল ইন্টার মায়ামি।
মায়ামি: তিনি ক্লাবে পা রাখার পর থেকেই যেন পুরো ছবিটা বদলে গিয়েছে। নিজের পায়ের জাদুতে একের পর এক ম্যাচ ইন্টার মায়ামিকে (Inter Miami) জিতিয়ে চলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ক। লিগ কাপের ম্যাচে অর্লান্ডো সিটির বিরুদ্ধে একাই জোড়া গোল করলেন মেসি। (Messi) তাঁর দলও ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয়। একই সঙ্গে টুর্নামেন্টের শেষ ষোলোয় পৌঁছে গেল ইন্টার মায়ামি।
এদিন নিয়ে টানা ৩ ম্য়াচে মেসি ইন্টার মায়ামি ক্লাবের জার্সিতে চতুর্থ গোল করলেন। অন্যদিকে, মেজর লিগ সকারের ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল মায়ামি। এদিন খেলা শুরু হতে প্রায় ৯৫ মিনিট দেরি হয়। খারাপ আবহাওযার জন্য সঠিক সময় খেলা শুরু করা সম্ভব হয়নি। খেলা শুরুর পরই ৭ মিনিটের মাথায় প্রথমে মায়ামিকে এগিয়ে দেন মেসি। সতীর্থ রবার্ট টেলরের চিপ থেকে গোল করেন আর্জেন্তাইন তারকা। তবে ১০ মিনিট পরই ভিলচেজের গোলে সমতায় ফেরে অরল্যান্ডো। খেলার প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় পেনাল্টি পায় মায়ামি। সাধারণ মেসিই পেনাল্টি (Penalty) নেন। কিন্তু এখানেও বড় মনের পরিচয় দেন এলএস টেন। জোসেফ মার্তিনেজকে পেনাল্টি শট নেওয়ার সুযোগ দেন তিনি। জোসেফ কোনও ভুল করেননি। স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে মায়ামি।
দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটের মাথায় ম্যাচ মায়ামির হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। মার্তিনেজকে এখানে অ্যাসিস্ট করেন। ম্যাচের শেষ দিকে অরল্যান্ডো সিটি একটি গোল পরিশোধ করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
মহিলা ফুটবল বিশ্বকাপে ছিটকে গেল জার্মানি
মহিলাদের ফুটবল বিশ্বকাপে (Fifa Womens World Cup 2023) বড় অঘটন। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ২ বারের চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ এইচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেছিল জার্মানি। নক আউট পর্বে উঠতে হলে এই ম্যাচ জিততেই হত জার্মানদের। কিন্তু ড্র হওয়ার পর টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল তাদের। এবারের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ছিল জার্মানি।
খেলা শুরুর ৬ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়া এগিয়ে যায়। চমকে দেয় জার্মানদের। চো-সো-হিউনের গোলে এগিয়ে যায় চিন। খেলার ৪২ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় জার্মানি। আলেকজান্দ্রা পোপ খেলায় সমতা ফেরান জার্মানির হয়ে। কিন্তু প্রথমার্ধের শেষে ও দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেননি। মহিলা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার নক আউট পর্বে জায়গা করে নিতে পারল না জার্মানি।