Tennis Premier League: এক মঞ্চে লিয়েন্ডার-সানিয়া-ভূপতি, টেনিস প্রিমিয়ার লিগে কারা কেমন দল গড়ল?
Leander Paes Mahesh Bhupathi and Sania Mirza: টেনিস প্রিমিয়ার লিগের (Tennis Premier League) ষষ্ঠ সংস্করণ শুরু হতে চলেছে। বুধবার মুম্বইয়ে হয়ে গেল টিপিএলের নিলাম পর্ব।
মুম্বই: টেনিস প্রিমিয়ার লিগের (Tennis Premier League) ষষ্ঠ সংস্করণ শুরু হতে চলেছে। বুধবার মুম্বইয়ে হয়ে গেল টিপিএলের নিলাম পর্ব। সাহারা স্টারে নিলাম অনুষ্ঠানে আট ফ্র্যাঞ্চাইজিই শক্তিশালী দল গড়ল। যে অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি ত্রয়ী - লিয়েন্ডার পেজ (Leander Paes), মহেশ ভূপতি (Mahesh Bhupathi) ও সানিয়া মির্জা (Sania Mirza)। হাজির ছিলেন বলিউডের অভিনেত্রী রকুল প্রীত সিংহ (Rakul Preet Singh) ও সোনালি বেন্দ্রে (Sonali Bendre)।
চার রাউন্ড টানটান দর কষাকষির পর প্রত্যেক দলই ঘর গুছিয়ে নিয়েছে। সবচেয়ে বেশি দাম পেলেন আর্মেনিয়ার ২২ বছরের তরুণী এলিনা আভানেসিয়ান (Elina Avanesyan)। ভারতীয় মুদ্রায় ৪২ লক্ষ ২০ হাজার টাকা দাম পেলেন তিনি। পাঞ্জাব প্যাট্রিয়টসের (Punjab Patriots) হয়ে খেলবেন তিনি। বিশ্বের ৪৭ নম্বর প্লেয়ারকে পেতে সর্বস্ব দিয়ে ঝাঁরিয়েছিল পাঞ্জাব। পাশাপাশি অর্জুন কাধে (৫ লক্ষ টাকা), মুকুন্দ শশীকুমারকে (Mukund Sasikumar) ৬ লক্ষ ৮০ হাজার টাকায় কিনেছে পাঞ্জাব।
গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এসজি পাইপার্স (Bengaluru SG Pipers) অস্ট্রেলিয়ার ম্যাক্স পার্সেলকে (Australian Max Purcell) ৪২ লক্ষ টাকায় কিনেছে। পার্সেলই দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন। এই দলেরই সিইও মহেশ ভূপতি। পাশাপাশি অলিম্পিয়ান অঙ্কিতা রায়না (Ankita Raina)-কে ৫ লক্ষ টাকা ও অনিরূদ্ধ চন্দ্রশেখরকে (Anirudh Chandrasekar) ৪ লক্ষ টাকায় কিনেছে তারা।
গতবারের ফাইনালিস্ট বেঙ্গল উইজার্ডস (Bengal Wizards) -এর মেন্টর সানিয়া মির্জা। ক্রোয়েশিয়ার পেত্রা মাত্রিচকে (Petra Matric) ৩৫ লক্ষ টাকায় কিনেছে বেঙ্গল উইজার্ডস। এছাড়া অভিজ্ঞ শ্রীরাম বালাজি ও নিকি পুয়াঞ্চাকে কিনেছে তারা।
আরও পড়ুন: বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ত্রাণ নিয়ে প্লাবিত এলাকায় হাজির দাদার দূতেরা
গুজরাত প্যান্থার্স (Gujarat Panthers) ৩৫ লক্ষ টাকায় কিনেছে সুমিত নাগালকে (Sumit Nagal)। এছাড়াও সহজা ইয়ামালাপাল্লি ও বিজয় সুন্দরকে নিয়ে দল সাজিয়েছে তারা। যশ মুম্বই ঈগলস (Yash Mumbai Eagles) কিনেছে জ্যাকলিন ক্রিস্টিয়ানকে (Jaqueline Cristian)। এছাড়া জীবন নেন্দুচেঝিয়ান ও করণ সিংহকে নিয়েছে তারা।
শ্রাচী দিল্লি রাঢ় টাইগার্স রোহন বোপন্না, ইরিনা শাইমানোভিচ ও আজিজ ডাগাজকে কিনেছে। এই দলের মেন্টর লিয়েন্ডার পেজ।
নতুন দল চেন্নাই স্ম্যাশার্স (Chennai Smashers) হুগো গাস্টন, কনি পেরিন ও ঋত্বিক বোল্লিপাল্লিকে নিয়ে ঘর সাজিয়েছে।
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।