Lionel Messi Birthday: এক বছরে সবচেয়ে বেশি গোল, একমাত্র ফুটবলার হিসাবে ২টি গোল্ডেন বল, ৩৬ পূর্ণ করলেন সেই মেসি
Argentina Football Team: আর্জেন্তিনার কিংবদন্তি শনিবার, ২৪ জুন ৩৬ বছর পূর্ণ করলেন। জীবনের সেরা একটা বছর কাটিয়েছেন মেসি। হয়েছে স্বপ্নপূরণ। কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা।
বুয়েনস আইরেস: কেরিয়ারে সাতশোর ওপর গোল। অগুনতি ট্রফি। লিওনেল মেসির (Lionel Messi) কথা বলতে গেলে বিশেষণ হাতড়ে বেড়ান বিশেষজ্ঞরা।
আর্জেন্তিনার (Argentina) কিংবদন্তি শনিবার, ২৪ জুন ৩৬ বছর পূর্ণ করলেন। জীবনের সেরা একটা বছর কাটিয়েছেন মেসি। হয়েছে স্বপ্নপূরণ। কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। জন্মদিনে এক ঝলকে দেখে নেওয়া যাক মেসির কেরিয়ার।
প্রথম গোল
১ মে, ২০০৫। সিনিয়রদের প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় প্রথম গোল করেন লিওনেল মেসি। তখন মাত্র ১৭ বছর বয়স তাঁর। বার্সেলোনার জার্সিতে গোল করেন মেসি। সেদিন অনেকে হয়তো কল্পনাও করেননি যে, বার্সার হয়ে ছশোর বেশি গোল করবেন রোজ়ারিওর বিস্ময় ফুটবলার।
আর্জেন্তিনার জার্সিতে অভিষেক
অগাস্ট, ২০০৫। আর্জেন্তিনার জার্সিতে প্রথম ম্যাচ খেলেন মেসি। তখন তাঁর ১৮ বছর বয়স। হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে মাঠে নামেন মেসি। কিন্তু সেই ম্যাচ মেসির কাছে দুঃস্বপ্ন সম। ৪৩ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।
অলিম্পিক্সে সোনা
জাতীয় দলের হয়ে মেসির প্রথম সাফল্য, অলিম্পিক্সে সোনা। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনা জেতে আর্জেন্তিনা। যে দলের অন্যতম সদস্য মেসি।
বার্সেলোনার কিংবদন্তি
২০১২ সালে হ্যাটট্রিক করে বার্সেলোনার হয়ে রেকর্ড গড়েন মেসি। সিজ়ার রদ্রিগেজের ২৩২ গোলের রেকর্ড ভেঙে দেন মেসি। গ্রেনাদার বিরুদ্ধে সেই ম্যাচ মেসিকে বার্সা কিংবদন্তির জায়গা দেয়।
কীর্তিমান মেসি
কোনও লিগে সবচেয়ে বেশি সংখ্যক গোল করার নজির রয়েছে মেসির। লা লিগায় ৪৭৪ গোল রয়েছে আর্জেন্তিনার মহাতারকার। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও রয়েছে তাঁর। ২০১২ সালে ৯১ গোল করে সেই মাইলফলক তৈরি করেন লিও। কোনও এক দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার নজিরও মেসির। বার্সেলোনার হয়ে ৬৭২ গোল রয়েছে মেসির। মেসিই পৃথিবীর একমাত্র ফুটবলার যাঁর দুটি বিশ্বকাপে গোল্ডেন বল জেতার নজির রয়েছে। ২০১৪ ও ২০২২ - দুটি বিশ্বকাপের সেরা ফুটবলার হন তিনি। পাশাপাশি সাতবার ব্যালঁ ডি'অর জিতেছেন মেসি। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে।
বিশ্বজয়
মেসির কেরিয়ারে সবচেয়ে বড় সাফল্য অবশ্যই বিশ্বকাপ জয়। ২০১৪ সালে ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে সেই যন্ত্রণা থেকে মুক্ত হন মেসি। তার আগে ২০২১ সালের কোপা আমেরিকাতেও চ্য়াম্পিয়ন হন। আর্জেন্তিনার সিনিয়র দলের জার্সিতে মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন