Lionel Messi : নির্বাসনের জেরে চরম সিদ্ধান্ত ! চলতি মরসুম শেষেই পিএসজি ছাড়ছেন মেসি !
PSG : ২০২২-২৩ ফুটবল মরসুমের পরই লিওনেল মেসি প্যারিস সাঁ জাঁ ছাড়বেন বলেই পিএসজি ড্রেসিংরুমে মেসির এজেন্ট তথা তাঁর বাবা জর্জে জানিয়ে দিয়েছেন।
প্যারিস : ক্লাবের কড়া সিদ্ধান্তের জের কি চরম পরিণতির পথে ঠেলে দিল লিওনেল মেসিকে (Lionel Messi) ? চলতি মরসুমেই শেষেই প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain) ছাড়তে চলেছেন আর্জেন্তিনার অধিনায়ক ? হঠাৎই শুরু হয়েছে জোর জল্পনা। চলতি ফুটবল মরসুমের পর পিএসজিতে আর তাঁর চুক্তি মেসি বাড়াচ্ছেন না বলেই প্রকাশিত এক রিপোর্টে দাবি। এমনিতেই সম্প্রতি এলএমটেনকে পিএসজি-র নির্বাসনের জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি।
মধ্যপ্রাচ্যের দেশগুলির পর্যটনদূত হিসেবে নিযুক্ত লিওনেল মেসি সম্পর্তি সপরিবারে সৌদি আরবে (Suadi Arab) ঘুরতে গিয়েছিলেন। যে জন্য তাঁকে দুই সপ্তাহের জন্য তাঁকে সাসপেণ্ড করেছে প্যারিস সাঁ জাঁ। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), নেইমারদের (Neymar) সঙ্গে অনুশীলনে নিষেধাজ্ঞার পাশাপাশি যে সময়কালে পিএসজি-র তরফ থেকে চুক্তিমাফিক কোনও অর্থও মেসি পাবেন না। এর মাঝেই আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর কারিগরের বিরুদ্ধে ক্লাবের সদর দফতরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনও করেছেন পিএসজি-র সমর্থকরা।
সবমিলিয়ে তৈরি হওয়া পরিস্থিতি ঘিরে মেসি চূড়ান্ত বিরক্ত ও ব্যথিত বলেই খবর রিপোর্টে। আর সেজন্যই নাকি তিনি প্যারিসের ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ভাবনাও নিয়ে ফেলেছেন বলেই জানা যাচ্ছে। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, মেসির সঙ্গে পিএসজির সম্পর্কের সমীকরণে যে বরফ জমছিল, সেটা এখন প্রকাশ্যে এসে গিয়েছে। আর যার জেরেই ২০২২-২৩ ফুটবল মরসুমের পরই লিওনেল মেসি প্যারিস সাঁ জাঁ ছাড়বেন বলেই পিএসজি ড্রেসিংরুমে মেসির এজেন্ট তথা তাঁর বাবা জর্জে জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন- এক ম্যাচেই শেষ আইপিএল অভিযান ! লিটন দাসের বদলি ঘোষণা কেকেআরের
২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছেদ টেনে প্যারিস সাঁ জাঁ-তে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত পিএসজি-র হয়ে ৭১ ম্যাচে খেলে ৩১ টি গোল করেছেন লিওনেল মেসি। চলতি মরসুমে প্যারিস সাঁ জাঁ-র হয়ে ২০ গোল করে ফেলেছেন মেসি। পাশাপাশি লিগ ওয়ানে চলতি মরসুমে সর্বোচ্চ অ্যাসিস্টও তাঁরই। কাতারে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকে প্যারিসের হয়ে ১৫ টি গোলে রাস্তা করে দিয়েছেন মেসি।
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস