এক্সপ্লোর
Advertisement
Live: দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চাপে ভারত
নাগপুর: টসে জিতে নাগপুরে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠালেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যাট করতে নেমে চাপে ভারত। ফের লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচের মতোই এদিনও শুরুটা ভাল করে, বড় রান করার আগেই ফিরে গেলেন বিরাট। তিনি ১৫ বলে ২১ রান করে আউট হলেন। তিন নম্বরে নামা সুরেশ রায়নাও ব্যর্থ হলেন। তিনি মাত্র ৭ রান করে ফিরে গেলেন। যুবরাজ সিংহও বেশিক্ষণ টিকতে পারলেন না। তিনি মাত্র ৪ রান করলেন। এখন ব্যাট করছেন রাহুল (৩৬) ও মণীশ পাণ্ডে (২)। ১১ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ৭২।
এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। আগের ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় চিউয়িং গাম চিবিয়ে বিতর্কে জড়ানো পারভেজ রসুলের বদলে দলে এসেছেন লেগ স্পিনার অমিত মিশ্র। ইংল্যান্ড দলেও একটি বদল হয়েছে। লিয়াম প্লাঙ্কেটের বদলে দলে এসেছেন লিয়াম ডসন। অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনার রাজেশ সাওয়ন্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা।
কানপুরে প্রথম ম্যাচে হেরে টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে ভারত। সিরিজ হার বাঁচাতে গেলে এই ম্যাচে জিততেই হবে বিরাটবাহিনীকে। কিন্তু এদিন শুরুটা ভাল করতে পারল না ভারত। ফলে ১৫ মাস পরে দেশের মাঠে সিরিজ হারের আশঙ্কা দানা বেঁধেছে ভারতীয় শিবিরে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement