আইপিএল ২০২০ নিলাম: আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর কামিন্সের, ১৫.৫ কোটিতে এলেন কেকেআরে, ৫.৫ কোটিতে মর্গ্যান
LIVE
Background
কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আইপিল ২০২০ নিলাম-পর্ব। আগামী বছর অনুষ্ঠিত হতে চলা আইপিএল-এর ১৩তম সংস্করণের জন্য মোট ৩৩২ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে আজ। প্রথমদিকে, ৯৯৭ জন ক্রিকেটার নথিভুক্ত থাকলেও, ফ্রাঞ্চাইজিদের প্রয়োজনীয়তা জানার পর কাটছাঁট করে চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন ৩৩২ জন।
আইপিএল-এর ইতিহাসে এই প্রথমবার নিলামপর্ব অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। তবে, এবারের নিলামপর্ব খুব বড় নয়। ৮টি ফ্রাঞ্চাইজির কাছে মাত্র ৭৩টি জায়গা ফাঁকা রয়েছে। এর মধ্যে ২৯টি বিদেশি ক্রিকেটারের জায়গা।
এক নজরে দেখে নেওয়া যাক কোন ফ্রাঞ্চাইজির কী অবস্থা?
কিংস ইলেভেন পঞ্জাব - জায়গা ফাঁকা - ৭। হাতে টাকা - ৪২.৭০ কোটি।
চেন্নাই সুপার কিংস - জায়গা ফাঁকা - ৯। হাতে টাকা - ১৪.৬০ কোটি।
মুম্বই ইন্ডিয়ান্স - জায়গা ফাঁকা - ৭। হাতে টাকা - ১৩.০৫ কোটি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - জায়গা ফাঁকা - ১২। হাতে টাকা - ২৭.৯০ কোটি।
কলকাতা নাইট রাইডার্স - জায়গা ফাঁকা - ১১। হাতে টাকা - ৩৫.৬৫ কোটি।
দিল্লি ক্যাপিটালস - জায়গা ফাঁকা - ১১। হাতে টাকা - ২৭.৮৫ কোটি।
রাজস্থান রয়্যালস - জায়গা ফাঁকা - ১২। হাতে টাকা - ২৮.৯০ কোটি।
সানরাইজার্স হায়দরাবাদ - জায়গা ফাঁকা - ৭। হাতে টাকা - ১৭ কোটি।