এক্সপ্লোর
Live: টসে জিতে ফিল্ডিং ইংল্যান্ডের, ওপেন করছেন বিরাট

কানপুর: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ম মর্গ্যান। ভারতের হয়ে ওপেন করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল। বাঁ হাতি পেসার টাইমাল মিলসের বলে প্রথম ওভারেই উঠেছে ৯ রান। এই বোলারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম। কিন্তু গতকালই বিরাট বলেছিলেন, তিনি মিলসকে অত্যধিক গুরুত্ব দিতে নারাজ। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই নিজের সেই কথাকে সত্যি বলে প্রমাণ করছেন ভারতের অধিনায়ক। রাহুল ৮ রান করে আউট হয়ে গেলেও, পরিচিত ছন্দেই ব্যাট করছেন বিরাট (২৪)। তাঁর সঙ্গে ক্রিজে আছেন সুরেশ রায়না (১)। ৫ ওভারের শেষে ভারতের রান ১ উইকেটে ৩৬।
Proud moment for @ImParveezRasool as he gets his T20I India cap on #RepublicDay #INDvENG pic.twitter.com/Ac44QBryKW
— BCCI (@BCCI) January 26, 2017
এই ম্যাচেই আন্তর্জাতিক টি-২০-তে অভিষেক হল জম্মু ও কাশ্মীরের অফস্পিনার পারভেজ রসুলের। দলে আছেন রায়না, আশিস নেহরা। IND XI: L Rahul, V Kohli, MS Dhoni, Y Singh, M Pandey, H Pandya, S Raina, P Rasool, Y Chahal, A Nehra, J Bumrah
— BCCI (@BCCI) January 26, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















