এক্সপ্লোর
Advertisement
আপাতত পূর্ণ সময়ের জন্য বিসিসিআই সভাপতি হতে পারবেন না সৌরভ, স্পষ্ট করল লোঢা কমিটি
নয়াদিল্লি: সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষে অন্তত চার বছরের আগে পূর্ণ সময়ের জন্য বিসিসিআই সভাপতি হওয়া সম্ভব নয়। এ বছরের জুনে সিএবি সভাপতি পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তিন বছর ‘কুলিং অফ’-এ থাকতে হবে। তারপর বিসিসিআই সভাপতি নির্বাচিত হলে সেই পদ গ্রহণ করতে পারবেন বাংলার মহারাজ।
সৌরভ অবশ্য এখন বিসিসিআই সভাপতি নির্বাচিত হলে স্বল্প সময়ের জন্য এই পদে থাকতে পারবেন। সেক্ষেত্রে সিএবি সভাপতি পদে তাঁর মেয়াদের যতদিন বাকি থাকবে, সেই সময়ের পর বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যেতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশে লোঢা কমিটির সুপারিশ কার্যকর হওয়ায় অপসারিত হয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে। লোঢা কমিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে বিসিসিআই-এর বৈঠকে যোগ দিতে পারবেন না শিরকে। রাজ্য সংস্থা ও বিসিসিআই-এর পদে একজন ব্যক্তি মোট ৯ বছর থাকতে পারবেন। তারপর তাঁকে সরে দাঁড়াতে হবে। ফলে সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-কে সরে যেতে হবে। তিনি আর কোনও পদে থাকতে পারবেন না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement