এক্সপ্লোর
কেরিয়ারের শুরুতে পাশে দাঁড়িয়েছিলেন, ধোনির সমালোচনা দুর্ভাগ্যজনক, বললেন কোহলি
আমি যখন দলে সুযোগ পেলাম তখন কয়েকটা ম্যাচ পর ওর সামনে অন্য কাউকে দিয়ে পরীক্ষার সুযোগ ছিল। আমি সুযোগ কাজে লাগিয়েছিলাম। কিন্তু ওই সময় ওর কাছ থেকে যে সমর্থন পেয়েছিলাম, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ধোনি আমাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছিল।ওই সুযোগ খুব বেশি তরুণ ক্রিকেটার পায় না।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে যেভাবে সমালোচনা করা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন বিরাট কোহলি। ধোনির এই দুর্ভাগ্যজনক সমালোচনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। এক সাক্ষাত্কারে কোহলি বলেছেন, অধিনায়ক হিসেবে ধোনি একটা সময় তাঁর পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। সে কথা তিনি ভুলে যাননি। কোহলি বলেছেন, অনেকে যেভাবে ধোনির সমালোচনায় মুখর হচ্ছেন, তা খুবই দুর্ভাগ্যজনক। আমার কাছে বিশ্বস্ততাই সবচেয়ে বড় ব্যাপার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম অধিনায়ক ধোনি সম্পর্কে তাঁর শ্রদ্ধা কতটা গভীর, তা আরও একবার জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, আমি যখন দলে সুযোগ পেলাম তখন কয়েকটা ম্যাচ পর ওর সামনে অন্য কাউকে দিয়ে পরীক্ষার সুযোগ ছিল। আমি সুযোগ কাজে লাগিয়েছিলাম। কিন্তু ওই সময় ওর কাছ থেকে যে সমর্থন পেয়েছিলাম, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ধোনি আমাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছিল।ওই সুযোগ খুব বেশি তরুণ ক্রিকেটার পায় না। আসলে যখন কোনও বিচক্ষণ মস্তিষ্ক দুরন্ত পারফর্মারের খোঁজ পায় তখন তাদের একে অপরের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে উঠতে বাধ্য। কোহলি-ধোনির সম্পর্কেও এর ব্যতিক্রম হয়নি। কোহলি বলেছেন, ফিল্ডিং সাজানো ও বোলার পরিবর্তনের মতো ব্যাপারে আমরা বলি, তুমি অ্যাঙ্গেলগুলো ভালো জানো, পিচে পেস কেমন, তাও জানো..এবং এজন্যই আমাদের মধ্যে এত পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা রয়েছে। কোহলি আরও একবার বলেছেন, ম্যাচের পরিস্থিতি পড়ে নেওয়ার ক্ষমতায় ধোনির জুড়ি কেউ নেই। কোহলি বলেছেন, ও এমন একজন যে পুরো ম্যাচটাই হাতের তালুর মতো বুঝে নিতে পারে। প্রথম বল থেকে ৩০০ তম বল (৫০ ওভার)-ও ম্যাচটা খুব ভালো বোঝে। আমি বলব না যে ওকে পাওয়াটা একটা বিলাসিতা। কিন্তু আমি সৌভাগ্যবান যে স্ট্যাম্পের পিছনে ওর মতো মনের কাউকে পেয়েছি। উইকেটরক্ষক হিসেবে ধোনি স্ট্যাম্পের পিছনে থাকায় কোহলি দূরে ফিল্ডিং করতে পারেন। কেননা, কোহলির ছোটার গতি ও থ্রো শক্তিশালী। কোহলি বলেছেন, দিনের শেষে আমি ম্যাচের কৌশল স্থির করতে মাহি ভাই ও রোহিতের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে চাই। কোহলি বলেছেন, ডেথ ওভারগুলিতে আমি জানি যে আমাকে আউট ফিল্ডে থেকে দলের প্রয়োজনমতো কাজ করতে হয়। কারণ, আমার স্বভাবই হল, শুধু মাঠে থাকা নয়, দলের জন্য কিছু না কিছু করা। ৩০-৩৫ ওভার পর আমি আউট ফিল্ডি চলে যাই। এটা একেবারে স্বয়ংক্রিয়ভাবে ঘটে। ভারতের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট অধিনায়ক। তিনি বলেছেন, দলের ১৫ জনকে নিয়ে খুশি। এটা খুবই ভারসাম্যযুক্ত দল। কারণ, প্রত্যেকেই ভালো শেপে রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















