এক্সপ্লোর
লায়নের ১৩ উইকেট, বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

ছবি সৌজন্যে ট্যুইটার
চট্টগ্রাম: অফস্পিনার নাথান লায়নের দাপটে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিলেন লায়ন। তিনিই ম্যাচের সেরা। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। লাযনের দাপটে এই ম্যাচের শুরু থেকেই সমস্যায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম (৬৮) ও সাব্বির রহমানের (৬৬) লড়াইয়ের সুবাদে ৩০৫ রান করে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ৩৭৭ রান করে অস্ট্রেলিয়া। শতরান করেন ডেভিড ওয়ার্নার (১২৩)। পিটার হ্যান্ডসকম্ব (৮২) ও স্টিভ স্মিথও (৫৮) ভাল ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর সহজ জয় পেতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















