Mahindra XUV700 Javelin Edition: অলিম্পিক্সে সোনাজয়ীদের কুর্নিশ, XUV700-র জ্যাভলিন এডিশন আনছে মহিন্দ্রা
সম্প্রতি গাড়ির জন্য 'Javelin' নাম ট্রেডমার্ক করান কোম্পানির চেয়ারম্যান। সেই অনুযায়ী নতুন গাড়ির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোষণাও করে দেন আনন্দ মহিন্দ্রা।
![Mahindra XUV700 Javelin Edition: অলিম্পিক্সে সোনাজয়ীদের কুর্নিশ, XUV700-র জ্যাভলিন এডিশন আনছে মহিন্দ্রা Mahindra XUV700 Javelin Edition announced for Tokyo Olympics Gold medalists Mahindra XUV700 Javelin Edition: অলিম্পিক্সে সোনাজয়ীদের কুর্নিশ, XUV700-র জ্যাভলিন এডিশন আনছে মহিন্দ্রা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/15/5f37ac8610833eda136c84f3a6dc78a2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অলিম্পিক্সে ভারতের সোনাজয়ীদের কুর্নিশ জানাতে এবার xuv700-র 'জ্যাভলিন' এডিশন আনছে মহিন্দ্রা। নিজেই এই কথা জানিয়েছেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। গাড়ির এই বিশেষ এডিশন উপহার হিসাবে দেওয়া হবে নীরজ চোপড়া, অবনী লেখারা, সুমিত অন্তিলদের। সাম্প্রতিক টোকিও অলিম্পিক্সে ও প্যারা অলিম্পিক্সে দেশকে সোনা জেতানোর জন্য এই পুরস্কার পাবেন তাঁরা।
সম্প্রতি গাড়ির জন্য 'Javelin' নাম ট্রেডমার্ক করান কোম্পানির চেয়ারম্যান। সেই অনুযায়ী নতুন গাড়ির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোষণাও করে দেন আনন্দ মহিন্দ্রা। ট্যুইটারে মহিন্দ্রার চিফ ডিজাইন অফিসার, প্রতাপ বোসকে তিনটে জ্যাভলিন গাড়ির ডিজাইন করতে বলেন তিনি।তবে xuv700-র জ্যাভলিন এডিশন নিয়ে নতুন কিছু শেয়ার করেনি কোম্পানি।
তবে শোনা যাচ্ছে, সদ্য লঞ্চ হওয়া এই গাড়ির এক্সটিরিয়রের পাশাপাশি কেবিন ডিজাইনে বড়সড় পরিবর্তন আনতে পারেন প্রতাপ বোস। বিশেষ করে প্যারা অলিম্পিকে সোনাজয়ী অবনী লেখারা, সুমিত অন্তিলদের আলাদা ব্যবস্থা রাখা হবে গাড়ির। বাইরে গাড়ির স্পেশ্যাল লোগোর পাশাপাশি থাকতে পারে বিশেষ লোগো। যা হবে জ্যাভলিন এডিশনের বিশেষত্ব।
Mahindra XUV700-এর দাম
অন্যান্য কোম্পানির মতো গাড়ি লঞ্চ করে দাম গোপন করেনি মহিন্দ্রা। XUV700 প্রকাশ্যে আসতেই জানিয়ে দিয়েছে মডেলের দাম। কোম্পানি জানিয়েছে, এসইউভির পেট্রল MX বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে ১১.৯৯লক্ষ টাকা থেকে। পাশাপাশি ডিজেল MX বেস ভ্যারিয়েন্টের এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ১২.৪৯ লক্ষ টাকা। এর ওপরে রয়েছে পেট্রোল ট্রিম AX3 ভ্যারিয়েন্ট। যার দাম ১৩.৯৯ লক্ষ টাকা। AX5 পেট্রোল ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪.৯৯ লক্ষ টাকা।
তবে ডিজেল ও টপ ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ্যে আনেনি কোম্পানি। শোনা যাচ্ছে, আগামী মাস থেকেই বাজারে পাওয়া যাবে মহিন্দ্রার এই নতুন গাড়ি।অটো ব্লগারদের ধারণা, সলিড বিল্ডের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেওয়া হয়েছে গাড়িতে। ফিচারের দিক থেকেও প্রতিযোগীদের কড়া টক্কর দেবে এই এসইউভি।
আরও পড়ুন : Mahindra and Mahindra Update: xuv700 আনার পরই 'বন্ধ প্রোডাকশন'! কী হল মহিন্দ্রার ?
আরও পড়ুন : Hyundai i20 N Line : ৯.৮৪ লক্ষ টাকা থেকে শুরু, Hyundai i20 N Line-এ একাধিক চমক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)