এক্সপ্লোর
ধোনির নেতৃত্বই চেন্নাই সুপার কিংসের সঙ্গে আইপিএল-এর অন্য দলগুলির পার্থক্য গড়ে দেয়, মন্তব্য মঞ্জরেকরের
এ মাসের ১৯ তারিখ কলকাতায় আইপিএল-এর নিলাম।

চেন্নাই: আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের সাফল্যের কৃতিত্ব মহেন্দ্র সিংহ ধোনিকেই দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, ‘সিএসকে দলে বরাবরই অভিজ্ঞ ক্রিকেটাররা থাকে। ওদের টপ অর্ডারে ফাফ দু প্লেসি, শেন ওয়াটসন আছে। মিডল অর্ডারে অম্বাতি রায়াডু, সুরেশ রায়না আছে। তাই মিডল অর্ডারে বিকল্প ব্যাটসম্যান নেওয়ার কথা ভাবতে পারে ওরা। বেশি বয়সের ক্রিকেটারদের দলে নিয়ে সাফল্য পাওয়ার চেষ্টা করে ধোনি। ওর নেতৃত্বই পার্থক্য গড়ে দেয়। ও যদি গত মরসুমের পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে সেটা দলের পক্ষে দারুণ ব্যাপার হবে।’ এ মাসের ১৯ তারিখ কলকাতায় আইপিএল-এর নিলাম। তার আগে ঝাড়খণ্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান বিরাট সিংহকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ম্যাচে ৫৭.১৭ গড়ে ৩৪৩ রান করেছেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে তাঁর গড় একশোর বেশি। দেওধর ট্রফিতেও তিনি ভাল পারফরম্যান্স দেখান। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে, টি-২০ ফর্ম্যাটে সফল হওয়ার রসদ রয়েছে বিরাটের মধ্যে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















