এক্সপ্লোর
Advertisement
ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাচ্ছেন, টি-২০ থেকে লেগ-বাই রান তুলে দেওয়া উচিত, দাবি মার্ক ওয়ার
এ বিষয়ে অবশ্য মার্কের সঙ্গে একমত হননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন।
মেলবোর্ন: টি-২০ ফর্ম্যাট থেকে লেগ-বাই রান তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মার্ক ওয়া। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারস ও সিডনি থান্ডার্সের ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় পাশে বসে থাকা মাইকেল ভনের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সব ধরনের ক্রিকেটে একটি নিয়ম বদল করার পক্ষে। বিশেষ করে টি-২০ ম্যাচে লেগ-বাই তুলে দেওয়া উচিত বলে আমার মনে হয়। কেন লেগ-বাই রান দেওয়া হবে? ব্যাটসম্যান বলটি খেলতে পারেনি।’
এ বিষয়ে অবশ্য মার্কের সঙ্গে একমত হননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন। তিনি বলেন, ‘লেগ-বাই রান খেলারই অঙ্গ।’ পাল্টা মার্ক বলেন, ‘কেন রান দেওয়া হবে? আমি জানি এটা খেলার অঙ্গ, কিন্তু খেলা আরও উন্নত করার জন্য আমরা কি নিয়মে বদল আনতে পারি? আমার মতে, সব ধরনের ক্রিকেটেই বদল আনা উচিত। ব্যাটসম্যানদের বল খেলতে হবে। না হলে রান দেওয়া যাবে না। ন’য়ের দশকে যিনি এই নিয়ম বানিয়েছিলেন, তিনি নিশ্চয়ই একজন সাধারণ মানের ব্যাটসম্যান ছিলেন।’
এ কথা শুনে ভন বলেন, ‘গত কয়েক বছরে ক্রিকেটে অনেক বদল এসেছে। টি-২০ ফর্ম্যাট শুরু হয়েছে, ব্রিটেনে ১০০ বলের ফর্ম্যাট শুরু হতে চলেছে, টেস্ট ম্যাচ পাঁচদিন থেকে কমিয়ে চারদিনের করা হচ্ছে, তবে আমার মনে হয়, সবচেয়ে চমকপ্রদ প্রস্তাব দিয়েছে মার্ক ওয়া। ওর এমসিসি ক্রিকেট কমিটিতে থাকা উচিত।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement