এক্সপ্লোর
দেখুন: শেফিল্ড শিল্ডের ম্যাচে ম্যাথু ওয়েড ছোঁ মেরে ধরলেন এই অনবদ্য ক্যাচ
হোবার্ট: ক্রিকেটে দলগত সাফল্যের জন্য ব্যক্তিগত নৈপূন্যের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতাও। ক্রিকেটে টিম ওয়ার্কের নমুনা বারেবারেই দেখা গিয়েছে। কিন্তু শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে ম্যাথু ওয়েডের একটি অনবদ্য ক্যাচ এক্ষেত্রে সেরা আকর্ষণ হয়ে উঠেছে। নিউ সাউথ ওয়েলস ও তাসমেনিয়ার ম্যাচে প্রায় অসম্ভব একটা ক্যাচ ধরলেন তিনি। হোবার্টে ব্লান্ডস্টোন অ্যারিনায় ওয়েডের এই ক্যাচ দর্শকদের তো বটেই, খেলোয়াড়দেরও তাক লাগিয়ে দিয়েছে।
তাসমেনিয়ের ফাস্ট বোলার জ্যাকসন বার্ড নিউসাউথ ওয়েলসের ওপেনিং ব্যাটসম্যান ড্যানিয়েল হিউজেসকে অফ স্ট্যাম্পের বাইরে বল রেখে শট খেলতে প্রলুব্ধ করেন। বল ব্যাটে লেগে স্লিপের দিকে উড়ে যায়। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো অ্যালেক্স ডুলান ক্যাচটি প্রায় ধরেই ফেলেন। কিন্তু কোনওভাবে বলটি তাঁর আঙুলের ফাঁক নিয়ে গলে যায়। প্রথম স্লিপে দাঁড়িয়ে ছিলেন ওয়েড। উইকেটরক্ষকের রিফ্লেক্সকে কাজে লাগিয়ে বল মাটি ছোঁয়ার আগেই ছোঁ মেরে তালুবন্দী করেন তিনি। তাসমেনিয়ার অধিনায়ক ওয়েড বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ওই অনবদ্য ক্যাচটি একহাতে ধরেন।
এই ক্যাচ দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ধারাভাষ্যকাররাও।Matthew Wade can do no wrong this season! 😮#WeAreTigers #SheffieldShield #TASvWA pic.twitter.com/cxZBJvyGMW
— Cricket Tasmania (@crickettas) March 20, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement