এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্যের জন্য ম্যাক্সওয়েলের অলরাউন্ড পারফরম্যান্স জরুরি, মত প্যাট কামিন্সের
বিশ্বকাপের আগে ভারত সফরে বিরাট কোহলির দলের বিরুদ্ধে এবং সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
লন্ডন: এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দিতে গেলে গ্লেন ম্যাক্সওয়েলের অলরাউন্ড পারফরম্যান্স করা প্রয়োজন। এমনই মনে করছেন সহ-অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন, ‘গত দু’মাস ধরে ও (ম্যাক্সওয়েল) আমাদের ম্যাচ জেতাচ্ছে। ও দুর্দান্ত ব্যাটিং করছে। পাশাপাশি ওকে দিয়ে ১০ ওভার বলও করানো যায়। এছাড়া ও রান আউট করছে এবং ক্যাচ নিচ্ছে। ও তিনটি বিভাগেই দক্ষতার পরিচয় দিচ্ছে। কঠিন পরিস্থিতিতে ও সবসময় ভাল খেলে। ও এখন ভাল ফর্মে আছে।’
বিশ্বকাপের আগে ভারত সফরে বিরাট কোহলির দলের বিরুদ্ধে এবং সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে জয় ৫-০। এই দু’টি সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল ম্যাক্সওয়েলের। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তিনটি অর্ধশতরান করেন। আইপিএল-এ না খেলে ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলে নিজেকে তৈরি করেছেন ম্যাক্সওয়েল। ফলে তাঁর কাছ থেকে বিশ্বকাপে ভাল পারফরম্যান্স আশা করছে দল।
১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়নরা। কামিন্সের দাবি, এক বছর বা ৬ মাস আগে অস্ট্রেলিয়া দল যে জায়গায় ছিল, তার চেয়ে এখন অনেক উন্নতি হয়েছে। দলের সবাই আত্মবিশ্বাসী। ভাল ফলের আশাই করছেন তাঁরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement